শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
গৌরনদীতে রিপারিং রাস্তার মাটি কাটা কেন্দ্র করে হামলা, মডেল থানায় এজাহার দায়ের। **নেছারাবাদে বিএনপির দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুটিয়াকাঠিতে নেতাকর্মীদের ঢল** গণ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪ শিক্ষার্থী পবিত্র কোরআনের আলোকে পরিত্যাক্ত পাথর থেকে সোনা রুপাসহ মুল্যবান ধাতু আহরনে গাজন পদ্ধতির উদ্ভাবন আহছান উল্লাহর থানচিতে নতুন বাস টার্মিনাল চালু যাত্রীসেবার নতুন সম্ভাবনা। লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসনের অভিযানে মাদক সেবনে অভিযুক্ত ২ জনের কারাদণ্ড, ১ জনের বিরুদ্ধে মামলা নেছারাবাদে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল তাড়াশে প্রিমিয়ার ক্রিকেট লীগের উদ্বোধন নোয়াখালী-৪ আসনে ট্রাক প্রতীকের প্রার্থী আব্দুর জাহেরের উঠান বৈঠক অনুষ্ঠিত সন্দ্বীপের নানান সমস্যা নিয়ে উপদেষ্টা ফাওজুল কবির খানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভাবন পাড়া সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন

আলামিন / ৩৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

আলামিন (মাগুরা প্রতিনিধি) :

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার ভাবন পাড়া এলাকায় “উত্তর ভাবন পাড়া হতে সরিয়া গুদাম পর্যন্ত” ১১৬০ মিটার দীর্ঘ সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) সকালে ভাবন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় সাবেক সহকারী একান্ত সচিব মোঃ মোয়াজ্জেম হোসেন।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন—

> “মানুষ অনেক সময় শোনা কথায় বিশ্বাস করে, কিন্তু কাজ দেখলে বোঝা যায় কে কতটা আন্তরিক। আমি আমার এলাকাতেই থেকে রাস্তা, মসজিদ, মন্দির, স্কুলসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে নিজের সামর্থ্য অনুযায়ী অর্থ দিয়ে সহায়তা করছি। পাশাপাশি মসজিদ ও মন্দির উন্নয়নে সরকারি বরাদ্দের মাধ্যমে ২৩২টি স্থানে লক্ষ লক্ষ টাকার কাজ এনেছি। ইচ্ছা থাকলেই উন্নয়ন সম্ভব।”

নিজের শৈশবের স্মৃতি স্মরণ করে তিনি আরও বলেন—

> “এই বিদ্যালয়েই আমার পড়ালেখার সূচনা হয়েছিল। আজ সেই বিদ্যালয়ের প্রাঙ্গণে দাঁড়িয়ে এলাকার উন্নয়নকাজ উদ্বোধন করতে পারছি—এটা আল্লাহর রহমত।”

স্থানীয়রা জানান, মোয়াজ্জেম হোসেনের উদ্যোগে পূর্বেও এলাকার বিভিন্ন সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে। তার নিরলস প্রচেষ্টায় এলাকার যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়ন দৃশ্যমান হয়েছে।

অনুষ্ঠান শেষে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তার উন্নয়নমুখী উদ্যোগের প্রশংসা করেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর