শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
গৌরনদীতে রিপারিং রাস্তার মাটি কাটা কেন্দ্র করে হামলা, মডেল থানায় এজাহার দায়ের। **নেছারাবাদে বিএনপির দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুটিয়াকাঠিতে নেতাকর্মীদের ঢল** গণ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪ শিক্ষার্থী পবিত্র কোরআনের আলোকে পরিত্যাক্ত পাথর থেকে সোনা রুপাসহ মুল্যবান ধাতু আহরনে গাজন পদ্ধতির উদ্ভাবন আহছান উল্লাহর থানচিতে নতুন বাস টার্মিনাল চালু যাত্রীসেবার নতুন সম্ভাবনা। লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসনের অভিযানে মাদক সেবনে অভিযুক্ত ২ জনের কারাদণ্ড, ১ জনের বিরুদ্ধে মামলা নেছারাবাদে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল তাড়াশে প্রিমিয়ার ক্রিকেট লীগের উদ্বোধন নোয়াখালী-৪ আসনে ট্রাক প্রতীকের প্রার্থী আব্দুর জাহেরের উঠান বৈঠক অনুষ্ঠিত সন্দ্বীপের নানান সমস্যা নিয়ে উপদেষ্টা ফাওজুল কবির খানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সন্দ্বীপে প্রথমবারের মতো রোকেয়া মুজিবুল স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ২২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

আমিনুল ইসলাম রিয়াদ সন্দ্বীপ (চট্টগ্রাম)প্রতিনিধ:

চট্টগ্রামের সন্দ্বীপে প্রথমবারের মতো “রোকেয়া মুজিবুল স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) মুছাপুর হাজী আবদুল বাতেন উচ্চ বিদ্যালয়ে জেএএম সংস্থার উদ্যোগে ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সীতাকুণ্ডের কৃতি সন্তান লায়ন অধ্যাপক আসলাম চৌধুরীর পৃষ্ঠপোষকতায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবারের বৃত্তি পরীক্ষায় সন্দ্বীপের ২৯টি মাধ্যমিক বিদ্যালয় ও ১২টি মাদ্রাসার নবম শ্রেণির মোট ৪৬৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

পরীক্ষা শেষে বিকেল ৩টায় বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সরকারি হাজী আবদুল বাতেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এস. এম. আবুল হাশেম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেএএম সংস্থার প্রধান উপদেষ্টা আলহাজ্ব লায়ন মো. আসলাম চৌধুরী। প্রধান আলোচক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব শফিউল আজম বিএ, জেএএম সংস্থার নির্বাহী জামিলা নাজনীন বিএড, বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক মো. মোবারক আলী, জেএএম সংস্থার সভাপতি মেহেরীন আনহার উজমা, বৃত্তি পরীক্ষার সচিব মুহাম্মদ মাইনউদ্দীন, শিক্ষক সমিতি সন্দ্বীপ উপজেলা সভাপতি জামশেদ উদ্দিন এবং বৃত্তি পরীক্ষার প্রধান সমন্বয়ক আনিস আকতার টিটু।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও মুনাজাত করেন মাওলানা ইসমাইল এবং গীতা পাঠ করেন সৌরভ দাস। অতিথিদের ফুল দিয়ে বরণ করেন মগধরা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ দিদার হোসেন।

এছাড়া বক্তব্য রাখেন মাওলানা এ. এস. এম. হালিম উল্যাহ ও বাংলাদেশ শিক্ষক সমিতি সন্দ্বীপের সাংগঠনিক সম্পাদক কাজী আনোয়ার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ শিক্ষক সমিতি সন্দ্বীপ উপজেলা শাখার সাধারণ সম্পাদক এ কে ফজলুল করিম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রোকেয়া মুজিবুল স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সন্দ্বীপের শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করবে। তারা এই উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর