মহম্মদপুর ঘোপ বাওড়ের রাস্তায় আশার আলো, ৩ দিনের মাথায় এলজিডি ইঞ্জিনিয়ার সাইটে পরির্দশন
আলামিন মাগুরা প্রতিনিধি: মহম্মদপুর উপজেলার ঘোপ বাওড় এলাকার দীর্ঘদিনের জনদুর্ভোগ দূর করতে দ্রুত পদক্ষেপ নিয়েছেন ..
স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক এপিএস
মোয়াজ্জেম হোসেন। সন্ধ্যার সময় তিনি নিজে রাস্তা পরিদর্শনে গিয়ে এলাকার করুণ অবস্থা দেখে সঙ্গে সঙ্গে এলজিডি (LGD) অফিসে ফোন করে রাস্তার স্টেটমেন্ট দেওয়ার নির্দেশনা দেন।
এসময় তিনি LGD অফিসের XEN-নির্বাহী প্রকৌশলী বিষয়টি অবহিত করে দ্রুত কাজ শুরু করার আহ্বান জানান।
তাঁর এই তৎপরতায় মাত্র তিন দিনের মাথায় LGD ইঞ্জিনিয়াররা ঘোপ বাওড়ে এসে রাস্তা মাপার কাজ সম্পন্ন করেন।
এলাকাবাসীরা জানান, “দীর্ঘদিন ধরে এই ২ থেকে ৩ কিলোমিটার রাস্তাটি কাদা-পানিতে ডুবে থাকে। উপজেলা সদর মাত্র ৩ কিলোমিটার দূরে হলেও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছিল। বিশেষ করে গর্ভবতী মা বা অসুস্থ মানুষদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে চরম কষ্ট পোহাতে হতো।”
তারা আরও বলেন, “মোয়াজ্জেম হোসেন উদ্যোগে এখন আমাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। আমরা দোয়া করি, আল্লাহ যেন তাঁকে নেক হায়াত দান করেন।”
স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তার কাজের প্রাথমিক ধাপ শেষ হওয়ার পর খুব শিগগিরই সংস্কার কার্যক্রম শুরু হবে বলে আশা করা যাচ্ছে।








