সন্দ্বীপে মোস্তফা কামাল পাশা স্মরণে দোয়া ও মুনাজাত
আমিনুল ইসলাম রিয়াদ সন্দ্বীপ (চট্টগ্রাম)প্রতিনিধি:
জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোবারক হোসাইনের পিতা হাবিলদার (অব.) মোস্তফা কামাল পাশার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৭টায় এনাম নাহার মোড়স্থ সংগঠনের কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি ইলিয়াছ সুমন। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হারামিয়া ইউনিয়নের আমির মাওলানা নিজাম উদ্দিন।
মরহুমের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন হারামিয়া উত্তর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা আজিজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ শিল্প কলা একাডেমির সাধারণ সম্পাদক মাস্টার আবুল কাশেম শিল্পী, সংগঠনের সহ-সভাপতি মাইনউদ্দীন, সাধারণ সম্পাদক মোবারক হোসাইন, যুগ্ম সম্পাদক মাহমুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক নুর মোস্তফা আলী হাসান, সদস্য শাহাদাত হোসেন, আমিনুল ইসলাম রিয়াদসহ সংগঠনের অন্যান্য সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।








