শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১১:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
গৌরনদীতে রিপারিং রাস্তার মাটি কাটা কেন্দ্র করে হামলা, মডেল থানায় এজাহার দায়ের। **নেছারাবাদে বিএনপির দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুটিয়াকাঠিতে নেতাকর্মীদের ঢল** গণ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪ শিক্ষার্থী পবিত্র কোরআনের আলোকে পরিত্যাক্ত পাথর থেকে সোনা রুপাসহ মুল্যবান ধাতু আহরনে গাজন পদ্ধতির উদ্ভাবন আহছান উল্লাহর থানচিতে নতুন বাস টার্মিনাল চালু যাত্রীসেবার নতুন সম্ভাবনা। লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসনের অভিযানে মাদক সেবনে অভিযুক্ত ২ জনের কারাদণ্ড, ১ জনের বিরুদ্ধে মামলা নেছারাবাদে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল তাড়াশে প্রিমিয়ার ক্রিকেট লীগের উদ্বোধন নোয়াখালী-৪ আসনে ট্রাক প্রতীকের প্রার্থী আব্দুর জাহেরের উঠান বৈঠক অনুষ্ঠিত সন্দ্বীপের নানান সমস্যা নিয়ে উপদেষ্টা ফাওজুল কবির খানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সন্দ্বীপে বিএনপি প্রার্থীতা নিয়ে উৎকণ্ঠা সাবেক এমপি মোস্তফা কামাল পাশাকে মনোনয়নের দাবিতে পেশাজীবীদের মতবিনিময় সভা

প্রতিবেদকের নাম / ৩৪ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

আমিনুল ইসলাম রিয়াদ

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি:চট্টগ্রামের সন্দ্বীপ আসনে বিএনপির প্রার্থীতা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হওয়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে তীব্র উৎকণ্ঠা ও অস্থিরতা। এ পরিস্থিতিতে সাবেক সংসদ সদস্য ও তিনবারের নির্বাচিত জনপ্রিয় নেতা মোস্তফা কামাল পাশাকে পুনরায় মনোনয়ন দেওয়ার দাবিতে মঙ্গলবার (৫ নভেম্বর) এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

বিকাল ৪টায় কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ সভায় সাংবাদিক, ব্যবসায়ী, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাষ্টার ফজলুল করিম বাবুল। শুরুতে সাবেক এমপি মোস্তফা কামাল পাশার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ওপর আলোকপাত করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের আহ্বায়ক প্রভাষক নিঝুম খান।

 

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাসেম মাষ্টার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজিম কমিশনার, মাহবুবুল আলম শিমুল, বিএনপি নেতা তসলিম উদ্দিন, সন্দ্বীপ টাউন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আমির আজাদ, প্রেস ক্লাব সভাপতি মোজাম্মেল হোসেন, বাউরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন চেয়ারম্যান, মগধরা বিএনপির সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, দীর্ঘাপাড় ইউনিয়নের সভাপতি দেলোয়ার হোসেন চেয়ারম্যান, রহমতপুর বিএনপির সভাপতি হাসানুজ্জামান মামুন চেয়ারম্যান, প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক ওমর ফয়সাল, ‘সন্দ্বীপ সংযোগ’-এর এডমিন ফসিউল আলম, ‘আর.পি. এল.টিভি’ এর এডমিন আমিনুল ইসলাম রিয়াদ, আমানউল্লাহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর মেম্বার, মাঈন উদ্দিন মাষ্টার, চৌধুরী বাজার সভাপতি আকতার, কেঞ্জাতলি বাজার সভাপতি মো সুজন, সহ-সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক বেলাল,দলয় পাড়া বাজার সভাপতি মোবাশ্বের মাওলা লোটন,চৌমুনি বাজার সভাপতি জসিম উদ্দীন, হোসেনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

বক্তারা বলেন, “মোস্তফা কামাল পাশার নেতৃত্বে সন্দ্বীপ বিএনপি সবসময় সংগঠিত ছিল। তাঁর আমলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই ছিল নিরাপদ। ব্যবসায়ীরা পেয়েছেন চাঁদামুক্ত পরিবেশে ব্যবসার সুযোগ।”

 

তারা আরও বলেন, “দলকে শক্তিশালী রাখতে এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে তাঁকেই সন্দ্বীপ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা জরুরি। যদি কোনো জোট বা বহিরাগত প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়, তবে এ জনপদ আবারও বিশৃঙ্খলার মুখে পড়বে।”

 

সভা শেষে উপস্থিত নেতাকর্মীরা বিএনপির হাইকমান্ডের কাছে দ্রুত প্রার্থী ঘোষণার দাবি জানান এবং সন্দ্বীপের শান্তি-শৃঙ্খলা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর