মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ভেড়ামারা উপজেলা ইটভাটা মালিক ও শ্রমিকরা দিশেহারা তাড়াশে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল হরিনাকুন্ডুকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা চাইলেন নবাগতা উপজেলা নির্বাহী অফিসার চট্টগ্রাম জেলার সন্দ্বীপে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে সিরাত মাহফিল অনুষ্ঠিত র‌্যাব-১২ ও র‌্যাব-১৩ এর যৌথ অভিযানে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ইসরায়েলের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় কেন বন্ধ রেখেছিল যুক্তরাষ্ট্র থানচিতে খুমী লাইট হাউসে প্রাক বড়দিন উদযাপন ভেড়ামারা অস্থায়ী কার্যালয় থেকে দৈনিক লালন কণ্ঠ পত্রিকা ও জাতীয় সাপ্তাহিক অন্ধকার জগৎ পত্রিকার কার্ড বিতরণ সন্দ্বীপে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তফা কামাল পাশা সাথে পাশা সুজনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা গৌরনদীতে রিপারিং রাস্তার মাটি কাটা কেন্দ্র করে হামলা, মডেল থানায় এজাহার দায়ের।

তাড়াশে ভিপি আয়নুলের জনসংযোগ ও পথসভা

আক্কাছ ইসলাম / ৩৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

নিজস্ব
প্রতিনিধিঃ সিরাজগঞ্জ – ৩ ( রায়গঞ্জ- তাড়াশ) আসনে বিএনপির দলীয় মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হক বিভিন্ন স্থানে জনসংযোগ ও পথসভা করেছেন।
বুধবার সন্ধ্যায় জনসংযোগ কালে তিনি
তাড়াশ প্রেসক্লাব হলরুমে কর্মরত সাংবাদিকদের সাথে এক সৌজন্য স্বাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় তাঁর আগমনে প্রেসক্লাবের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচছা জানানো হয়।
পরে প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হক। তিনি বলেন, সাংবাদিক সমাজের দর্পণ। আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ জাতীর সামনে তুলে ধরবেন। তাতে দেশ ও জাতীর মঙ্গল বয়ে আনবে। সাংবাদিক, প্রশাসন ও পুলিশ প্রশাসন ভালো হলেই দেশে কোন অনিয়ম – দূর্নীতি থাকবে না। দেশ ভাল চলবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রায়গঞ্জ- তাড়াশ ও সলঙ্গার সর্বস্তরের জনসাধারণ আমার কাছে সমান। আমাদের নেতা তারেক রহমান। আমাদের পরিচয় আমরা বিএনপি। আমাদের প্রতীক ধানের শীষ। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে। তাই সবাইকে হিংসা- বিদ্বেষ ভূলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। এ সময তিনি তারেক রহমানের ৩১ দফার সুফল প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছানোর আহবান জানান ।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ- সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এম ছানোয়ার হোসেন, সাংগঠনিক আলহাজ্ব আলী রনি, যুগ্ম সম্পাদক মহসীন আলী প্রমুখ।
অপর দিকে বিকেলে তাড়াশ পৌর শহরের হাসপাতাল গেট, বাসস্ট্যান্ড, বারোয়ারী বটতলা, পৌর বিএনপির অস্থায়ী কার্যালয় ও জিকেএস স্কুল মাঠে জনসংযোগ করেন। এ সময় তাঁকে বিএনপির বিভিন্ন দলীয় অঙ্গ- সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর