মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ফাউন্ডেশন এর পঞ্চম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
ইকবাল হোসেন মামুন(সিলেট প্রতিনিধি)ঃ উৎসবমুখর পরিবেশে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ফাউন্ডেশন আয়োজিত পঞ্চম মেধা বৃত্তি পরীক্ষা
আজ শনিবার (৮ নভেম্বর) হাজী আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয় ও কলেজে অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষায় বাঘা ইউনিয়নের ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩০০ শতাধিকের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে ।মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ফাউন্ডেশন এর অর্থায়নে এবং বাঘা ইউনিয়ন কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে এ মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
গণিত ও ইংরেজি—দুটি বিষয়ে মোট ২০০ নম্বরের পরীক্ষা সকাল ও বিকেলে দুই পর্বে অনুষ্ঠিত হয়। বিকেল ৪টায় পরীক্ষা কার্যক্রম শেষ হয়।
ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিগত পাঁচ বছর ধরে স্বচ্ছতা ও সুনামের সঙ্গে এই মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে।
পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন দিলওয়ার হোসেন প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক গোলাপনগর আইডিয়াল একাডেমি । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জাকির হোসেন এবং মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রফেসর ড. তোফায়েল আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ফাউন্ডেশনের সেক্রেটারি গোলাম কিবরিয়া চৌধুরী ও ফাউন্ডেশনের সদস্য আবুল খায়ের চৌধুরী শাহীন।
পরীক্ষা কেন্দ্রের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আবুল হাসনাত আলম (প্রধান শিক্ষক, হাসনা নাজিম মডেল স্কুল , জাহাঙ্গীর আলম সোহেল (প্রধান শিক্ষক, চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেন), ফয়জুর রহমান সুমন (প্রধান শিক্ষক, দি মেমোরিয়াল ইসলামি একাডেমি), মারুফ আহমদ (প্রধান শিক্ষক, কয়েছ আহমদ একাডেমি), নাসিম আহমদ (প্রধান শিক্ষক, শাম্মী চাইল্ড একাডেমি), সায়েম আহমদ (প্রধান শিক্ষক, সানলাইট একাডেমি) এবং মিলাদুর রহমান (প্রধান শিক্ষক, লিপি একাডেমি)।
কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী মেধা বৃত্তি পরীক্ষা।








