উখিয়া সদর দক্ষিণ স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ২, আহত অর্ধশতাধিক
কামরুন তানিয়া:(কক্সবাজার উখিয়া) উপজেলা প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়া সদর ষ্টেশনের দারোগা বাজার সড়কের একটি দোকানে হঠাৎ আগুনের সুত্রপাত হয়।এতে মুহুর্তের মধ্যে আশেপাশের দোকান সমুহে আগুনে ছড়িয়ে পড়ে। ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় একজন ব্যবসায়ী অগ্নিদগদ্ধ হয়ে মৃত্যু ঘটেছে বলে জানা গেছে সেই সাথে দোকানের এক কর্মচারীও নিহত হয়েছ।।কমপক্ষে ৫০ আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। এতে ক্ষয়ক্ষতির তাৎক্ষনিক বিবরণ পাওয়া না গেলেও ক্ষতির পরিমাণ ১কোটিরও বেশি টাকার হবে বলে ব্যবসায়ীর জানিয়েছেন। ঘটনাস্হলে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী,পুলিশ, দলকল বাহিনীকপ কাজ করতে দেখা গেছে। স্থানীয় ব্যবসায়ী ও উপস্থিত জনতাসহ শত শত যুবকরা প্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায় এ সময় ঘন্টা ধরে ফায়ার সার্ভিসের কর্মীরা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পরে আগুনের তীব্রতা নিয়ন্ত্রণে আনতে টেকমাফ ও কক্সবাজার থেকে দমকল বাহিনীর দুইটি ইউনিট আসে। এই ভয়াবহ আগুন থেকে কোন রকম রক্ষা পেয়েছে রাষ্ট্রীয়ত্ব কৃষি ব্যাংক। কৃষি ব্যাংকের দ্বিতীয় তলায় আগুন ধরলেও দমকল বাহিনীর সদস্যরা অনেকক্ষণ পানি মেরে নিয়ন্ত্রণ নিয়ে আসে। পরে প্রথম তলায় কৃষি ব্যাংকটি রক্ষা করতে সক্ষম হন। এই রির্পোট লেখাকালীন সময় পর্যন্ত কক্সবাজার – টেকনাফ সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।জনগণের মধ্যে নানা প্রশ্ন এখন।পাশাপাশি চলাচল করতেও সমস্যা হচ্ছে। এই বিশাল ক্ষয়ক্ষতি পুনরায় নতুন করে গুছিয়ে আনতেও টাকা, সময়ে বিরাট একটা বিষয় রয়েছে বলে জানান স্থানীয় জনগণসহ দোকান ব্যবসায়ীরা।








