শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
গৌরনদীতে রিপারিং রাস্তার মাটি কাটা কেন্দ্র করে হামলা, মডেল থানায় এজাহার দায়ের। **নেছারাবাদে বিএনপির দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুটিয়াকাঠিতে নেতাকর্মীদের ঢল** গণ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪ শিক্ষার্থী পবিত্র কোরআনের আলোকে পরিত্যাক্ত পাথর থেকে সোনা রুপাসহ মুল্যবান ধাতু আহরনে গাজন পদ্ধতির উদ্ভাবন আহছান উল্লাহর থানচিতে নতুন বাস টার্মিনাল চালু যাত্রীসেবার নতুন সম্ভাবনা। লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসনের অভিযানে মাদক সেবনে অভিযুক্ত ২ জনের কারাদণ্ড, ১ জনের বিরুদ্ধে মামলা নেছারাবাদে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল তাড়াশে প্রিমিয়ার ক্রিকেট লীগের উদ্বোধন নোয়াখালী-৪ আসনে ট্রাক প্রতীকের প্রার্থী আব্দুর জাহেরের উঠান বৈঠক অনুষ্ঠিত সন্দ্বীপের নানান সমস্যা নিয়ে উপদেষ্টা ফাওজুল কবির খানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তাড়াশে জনবসতিপূর্ণ এলাকায় মুরগীর খামার: দূষিত হচ্ছে পরিবেশ, ছড়াচ্ছে নানা রোগ — এলাকাবাসীর দাবী খামার বন্ধের

আক্কাছ ইসলাম / ৪৯ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে জনবসতিপূর্ণ এলাকায় মুরগীর খামার গড়ে তুলে পরিবেশ দূষণের অভিযোগ উঠেছে এক দন্ত চিকিৎসক তারিফুল ইসলামের বিরুদ্ধে। পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের ঝুঁকির অভিযোগে খামারটি বন্ধের দাবী জানিয়েছেন স্থানীয়রা। এ ঘটনায় খামার মালিকের সহোদর শরিফুল ইসলাম পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসক, পুলিশ সুপার, র‌্যাব-১২, উপজেলা নির্বাহী কর্মকর্তা, তাড়াশ থানা ও ইউপি চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার নওগাঁ ইউনিয়নের কালিদাসনীলী গ্রামে।
অভিযোগ সূত্রে জানা গেছে, জনবসতিপূর্ণ এলাকায় গড়ে ওঠা ওই মুরগীর খামার থেকে নির্গত দুর্গন্ধ, মাছি ও পোকা-মাকড়ের উপদ্রবে আশপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। ফলে খামার সংলগ্ন বাড়িঘরে বসবাসকারীরা চরম ভোগান্তিতে পড়েছেন। শিশু ও বয়স্কসহ নানা বয়সের মানুষ ডায়রিয়া, আমাশয়সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের।
এ বিষয়ে অভিযোগকারী শরিফুল ইসলাম ও স্থানীয় কয়েকজন গ্রামবাসী বলেন, “খামারটি নিয়ম বহির্ভূতভাবে জনবসতিপূর্ণ এলাকায় গড়ে তোলা হয়েছে। এতে আমাদের জীবনযাত্রা অসহনীয় হয়ে পড়েছে। আমরা দ্রুত খামারটি বন্ধের দাবি জানাই।”

অভিযুক্ত খামার মালিক দন্ত চিকিৎসক তারিফুল ইসলাম বলেন, “বর্তমান লালন-পালন করা মুরগীর চালান শেষ হলে খামারটি বন্ধ করে দেওয়া হবে।”
স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মজনু বলেন, “খামারটি জনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত। এটি জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ। তাই খামারটি দ্রুত বন্ধ করা প্রয়োজন।”
সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম জানান, “বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। সরেজমিনে তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বলেন, “পরিবেশ অধিদপ্তরের সঙ্গে আলোচনা করে জনবসতিপূর্ণ এলাকায় স্থাপিত ওই মুরগীর খামারটি বন্ধের বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর