কুষ্টিয়া-২ আসনের মনোনয়ন বাতিলের দাবিতে ভেড়ামারা বিএনপির বিশাল গণমিছিল
মোহন আলী, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
কুষ্টিয়া-২ (ভেড়ামারা–মিরপুর) আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিন্যাসের দাবিতে ভেড়ামারা উপজেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল গণমিছিল। দীর্ঘ চল্লিশ বছর ধরে দলের নেতাকর্মীদের অভিভাবক হিসেবে পরিচিত বীর মুক্তিযোদ্ধা ও জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব অধ্যাপক শহীদুল ইসলামের মনোনয়ন বাতিলের প্রতিবাদে হাজারো নেতাকর্মী রাজপথে নেমে আসেন।
দলীয় রাজনীতির শুরুতে তুখোড় ছাত্রনেতা হিসেবে পরিচিত অধ্যাপক শহীদুল ইসলাম বিএনপির সমর্থনে নির্বাচিত হয়েছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান। পরে পরপর তিনটি জাতীয় নির্বাচনে বিএনপির টিকিটে এমপি নির্বাচিত হন। ওয়ান-ইলেভেনের সময় নির্যাতনের মুখে দীর্ঘদিন ছিলেন ঘরছাড়া। তার ছোট ভাই অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলমও হামলা, মামলা ও নির্যাতনের শিকার হন। স্বৈরাচারী সরকারের ১৬ বছরের দুঃশাসনে তাদের বাড়িতে একাধিকবার হামলারও অভিযোগ ওঠে। সব প্রতিকূলতার মধ্যেও বিএনপির প্রতিটি আন্দোলন-সংগ্রামে সামনের কাতারে ছিলেন তারা।
এই পরীক্ষিত ও ত্যাগী নেতাকে দলীয় প্রাথমিক মনোনয়ন না দেওয়ায় ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। গতকাল শনিবার বিকেলে দলীয় ঘোষণা অনুযায়ী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীর নাম প্রত্যাহার করে বর্ষীয়ান নেতা অধ্যাপক শহীদুল ইসলামকে মনোনয়ন দেওয়ার দাবিতে ভেড়ামারা উপজেলা বিএনপি একটি বিশাল গণমিছিল বের করে।
বিকাল সাড়ে ৪টায় দক্ষিণ রেলগেট এলাকা থেকে শুরু হওয়া গণমিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম। এর আগে পৌর বিএনপি কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীরা মিছিলের জন্য জড়ো হতে থাকেন। ভেড়ামারা পৌরসভা, বাহিরচর, মোকারিমপুর, বাহাদুরপুর, জুনিয়াদহ, ধরমপুর ও চাঁদগ্রাম ইউনিয়নসহ বিভিন্ন এলাকা থেকে দলে দলে নেতাকর্মীরা মিছিলে যোগ দেন।
গণমিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৈতন মোড়ে গিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জানবার হোসেন চেয়ারম্যান, পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু, উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম রেজা শামীম, মোশাররফ হোসেন, অধ্যক্ষ আসলাম উদ্দীন, শফিকুল ইসলাম বিশুসহ হাজার হাজার নেতা–কর্মী।
নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, ত্যাগী ও পরীক্ষিত নেতা অধ্যাপক শহীদুল ইসলামকে মনোনয়ন দিলে কুষ্টিয়া-২ আসনে বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালীভাবে মাঠে ফিরবে।








