শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
গৌরনদীতে রিপারিং রাস্তার মাটি কাটা কেন্দ্র করে হামলা, মডেল থানায় এজাহার দায়ের। **নেছারাবাদে বিএনপির দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুটিয়াকাঠিতে নেতাকর্মীদের ঢল** গণ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪ শিক্ষার্থী পবিত্র কোরআনের আলোকে পরিত্যাক্ত পাথর থেকে সোনা রুপাসহ মুল্যবান ধাতু আহরনে গাজন পদ্ধতির উদ্ভাবন আহছান উল্লাহর থানচিতে নতুন বাস টার্মিনাল চালু যাত্রীসেবার নতুন সম্ভাবনা। লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসনের অভিযানে মাদক সেবনে অভিযুক্ত ২ জনের কারাদণ্ড, ১ জনের বিরুদ্ধে মামলা নেছারাবাদে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল তাড়াশে প্রিমিয়ার ক্রিকেট লীগের উদ্বোধন নোয়াখালী-৪ আসনে ট্রাক প্রতীকের প্রার্থী আব্দুর জাহেরের উঠান বৈঠক অনুষ্ঠিত সন্দ্বীপের নানান সমস্যা নিয়ে উপদেষ্টা ফাওজুল কবির খানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নেছারাবাদে কল্যাণ ফ্রন্টের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ১০৮ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

সোহেল রায়হান, স্টাফ রিপোর্টার

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার ১৫ নভেম্বর বিকেলে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ৬ নং দৈহাড়ী ইউনিয়ন গনকপাড়া বাজারে “বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট”র উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেশের সার্বিক উন্নয়ন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিতকরণ এবং মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

সভায় প্রধান অতিথি তার মূল্যবান বক্তব্যে বলেন, “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস” বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাইলফলক। এই দিবস জাতির সামনে নতুন পথ দেখিয়েছে এবং মানুষের অধিকার ও স্বাধীনতার পথে নতুন গতিধারা সৃষ্টি করেছে।
তিনি আরও বলেন, দেশের সকল ধর্মের মানুষকে একই সুতোয় বাঁধতে হলে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সবসময়ই দেশের শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ রক্ষায় কাজ করে আসছে। ভবিষ্যতেও এই অঙ্গীকার বজায় রেখে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাবে। ধর্ম বর্ন নির্বিশেষে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে।

আলোচনা সভায় বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি) ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ শিক্ষক, সুশীল ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও তরুণ প্রজন্মের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে সাম্প্রদায়িক সৌহার্দ্য, সামাজিক ন্যায় ও সমঅধিকার প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক, মোঃ নুরুল আলম বিপ্লব।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন – বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, পিরোজপুর জেলা শাখার আহবায়ক, অশোক সিকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – নেছারাবাদ সেচ্ছাসেবক দলের সদস্য সচিব, মোঃ মহাসিন মিয়া। *বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, নেছারাবাদ উপজেলা শাখার সাবেক সভাপতি, মৃত্যুন্জয় মিত্র।
*বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক, মোঃ জহিরুল ইসলাম রুবেল।
*বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, পিরোজপুর জেলা শাখার যুগ্ম আহবায়ক, এডভোকেট অনুপ কুমার শিকদার।
*বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, পিরোজপুর জেলা শাখার যুগ্ন আহবায়ক, চন্দন চক্রবর্তী।
*সভার সভাপতিত্ব করেন – বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক, পলাশ মন্ডল।
এছাড়া অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন – *৬ নং দৈহারি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি, মোঃ আল মামুন।
*৬ নং দৈহাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, মোঃ সুমন হোসেন সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের আন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর