শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১০:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
গৌরনদীতে রিপারিং রাস্তার মাটি কাটা কেন্দ্র করে হামলা, মডেল থানায় এজাহার দায়ের। **নেছারাবাদে বিএনপির দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুটিয়াকাঠিতে নেতাকর্মীদের ঢল** গণ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪ শিক্ষার্থী পবিত্র কোরআনের আলোকে পরিত্যাক্ত পাথর থেকে সোনা রুপাসহ মুল্যবান ধাতু আহরনে গাজন পদ্ধতির উদ্ভাবন আহছান উল্লাহর থানচিতে নতুন বাস টার্মিনাল চালু যাত্রীসেবার নতুন সম্ভাবনা। লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসনের অভিযানে মাদক সেবনে অভিযুক্ত ২ জনের কারাদণ্ড, ১ জনের বিরুদ্ধে মামলা নেছারাবাদে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল তাড়াশে প্রিমিয়ার ক্রিকেট লীগের উদ্বোধন নোয়াখালী-৪ আসনে ট্রাক প্রতীকের প্রার্থী আব্দুর জাহেরের উঠান বৈঠক অনুষ্ঠিত সন্দ্বীপের নানান সমস্যা নিয়ে উপদেষ্টা ফাওজুল কবির খানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

প্রতিবেদকের নাম / ২৪ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

থানচি (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের থানচিতে নাফাখুম ঝর্ণা ভ্রমণে গিয়ে নিখোঁজ হওয়া এক পর্যটকের মরদেহ চার দিন পর উদ্ধার করেছে উদ্ধারকারী টিম। রবিবার বিকাল আনুমানিক সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম থেকে আসা ডুবুরি দলটির নেতৃত্বে থাকা রহিদুল ইসলাম জানান, নাফাখুম ঝর্ণার নিম্ন অংশে পাথরের ফাঁকে আটকে থাকা অবস্থায় মরদেহটি দেখতে পেলে উদ্ধারকর্মীরা দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করেন।

গত ১৪ নভেম্বর চট্টগ্রাম থেকে ১৭ সদস্যের একটি পর্যটক দল থানচিতে আসে। কোন প্রকার গাইড রেজিস্ট্রেশন ছাড়াই তারা নাফাখুম ঝর্ণায় ঘুরতে গেলে গোসলের সময় দলে থাকা মো. ইকবাল হোসেন (২৪) পানির প্রবল স্রোতে তলিয়ে নিখোঁজ হন। সঙ্গীরা উঠে এলেও তাকে আর খুঁজে পায়নি। খবর পেয়ে উপজেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস ও স্থানীয় গাইডরা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া ফায়ার স্টেশন অফিসার তরুণ বড়ুয়া বলেন, “এলাকাটি অত্যন্ত দুর্গম ও পাথুরে হওয়ায় উদ্ধার কাজে সময় লেগেছে। পাশাপাশি ঝর্ণার পানির স্রোত স্বাভাবিকের তুলনায় বেশি থাকায় মরদেহ খুঁজে পেতে বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে।”

থানচি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন মজুমদার বলেন, “গাইড ছাড়া পর্যটকদের দুর্গম স্থানে ভ্রমণ করা ঝুঁকিপূর্ণ ও বেআইনি। এ ধরনের দুর্ঘটনা এড়াতে সবাইকে নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়েছে।” তিনি আরও জানান, মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের পূর্ব পর্যন্ত থানচিতেই রক্ষিত থাকবে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল বলেন, “নিখোঁজের পরপরই আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। অবশেষে মরদেহ উদ্ধার হওয়ায় পরিবারকে জানিয়ে দেওয়া হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।”

নিখোঁজ পর্যটকের মৃত্যুর খবরে তার পরিবার ও সহযাত্রীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। পুরো এলাকাজুড়েই নেমে এসেছে গভীর নিস্তব্ধতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর