শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
গৌরনদীতে রিপারিং রাস্তার মাটি কাটা কেন্দ্র করে হামলা, মডেল থানায় এজাহার দায়ের। **নেছারাবাদে বিএনপির দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুটিয়াকাঠিতে নেতাকর্মীদের ঢল** গণ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪ শিক্ষার্থী পবিত্র কোরআনের আলোকে পরিত্যাক্ত পাথর থেকে সোনা রুপাসহ মুল্যবান ধাতু আহরনে গাজন পদ্ধতির উদ্ভাবন আহছান উল্লাহর থানচিতে নতুন বাস টার্মিনাল চালু যাত্রীসেবার নতুন সম্ভাবনা। লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসনের অভিযানে মাদক সেবনে অভিযুক্ত ২ জনের কারাদণ্ড, ১ জনের বিরুদ্ধে মামলা নেছারাবাদে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল তাড়াশে প্রিমিয়ার ক্রিকেট লীগের উদ্বোধন নোয়াখালী-৪ আসনে ট্রাক প্রতীকের প্রার্থী আব্দুর জাহেরের উঠান বৈঠক অনুষ্ঠিত সন্দ্বীপের নানান সমস্যা নিয়ে উপদেষ্টা ফাওজুল কবির খানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে নদী ভাঙন রোধে ৩১০০ কোটি টাকার প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে গণসমাবেশ

প্রতিবেদকের নাম / ১৩২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর জেলার রামগতি ও কমলনগর উপজেলার ভয়াবহ নদী ভাঙন রোধে ৩১০০ কোটি টাকার নদীবাঁধ প্রকল্পের দ্রুত বাস্তবায়নের দাবিতে লক্ষ্মীপুর-৪ (রামগতি–কমলনগর) আসনের সম্ভাব্য সকল এমপি প্রার্থীদের নিয়ে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের টিকে থাকার আকুতি তুলে ধরতেই প্রথমবারের মতো বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা একই মঞ্চে একত্রিত হন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগতি–কমলনগর আসনের সাবেক সংসদ সদস্য এবং আগামী ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে সম্ভাব্য এমপি প্রার্থী জনাব আশরাফ উদ্দীন নিজান। তিনি বলেন, “নদী ভাঙনে এই এলাকার মানুষ প্রতিদিন জীবন ও সম্পদ হারাচ্ছে। চলমান প্রকল্পের কাজ দ্রুত শেষ না হলে ভবিষ্যতে আরও ব্যাপক ক্ষতির ভয় রয়েছে।”

বিশেষ অতিথির বক্তব্যে অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি এবং সম্ভাব্য এমপি প্রার্থী জনাব মোঃ হাফিজ উল্লাহ। তিনি জানান, “৩১০০ কোটি টাকার মহাপ্রকল্পের মেয়াদ শেষ হলেও কাজ এখনো শেষ হয়নি—এটা অত্যন্ত দুঃখজনক। জনগণের নিরাপত্তার স্বার্থে দ্রুত কাজ সমাপ্ত করতে হবে।”

এছাড়াও বক্তব্য দেন

গণ অধিকার পরিষদের লক্ষ্মীপুর জেলা সাধারণ সম্পাদক মোঃ সার্জেন্ট সোলাইমান চৌধুরী,

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) রামগতি–কমলনগর উপজেলা সভাপতি অধ্যক্ষ আব্দুল মোতালেব,

কমলনগরের বিভিন্ন সুশীল সমাজ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

গণসমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির লক্ষ্মীপুর জেলা সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা গিয়াস উদ্দিন।

বক্তারা বলেন, নদীবাঁধ প্রকল্পের কাজ সময়মতো শেষ না হওয়ায় নদীপাড়ের মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে, অনেক পরিবার হারিয়েছে বসতভিটা। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে সকল প্রার্থীকে নদীবাঁধ প্রকল্পকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানানো হয়।

সমাবেশে সাধারণ মানুষ নদীভাঙন রোধ, প্রকল্পের দ্রুত বাস্তবায়ন, নদীগর্ভে বিলীন হওয়া মানুষের জন্য একটি গণকবর স্থাপনসহ বেশ কয়েকটি মানবিক দাবি উপস্থাপন করেন।

নদীভাঙনের ভয়াবহতার বিরুদ্ধে জনগণের এই ঐক্যবদ্ধ সমাবেশ এলাকাজুড়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর