লক্ষ্মীপুরে নদী ভাঙন রোধে ৩১০০ কোটি টাকার প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে গণসমাবেশ
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর জেলার রামগতি ও কমলনগর উপজেলার ভয়াবহ নদী ভাঙন রোধে ৩১০০ কোটি টাকার নদীবাঁধ প্রকল্পের দ্রুত বাস্তবায়নের দাবিতে লক্ষ্মীপুর-৪ (রামগতি–কমলনগর) আসনের সম্ভাব্য সকল এমপি প্রার্থীদের নিয়ে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের টিকে থাকার আকুতি তুলে ধরতেই প্রথমবারের মতো বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা একই মঞ্চে একত্রিত হন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগতি–কমলনগর আসনের সাবেক সংসদ সদস্য এবং আগামী ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে সম্ভাব্য এমপি প্রার্থী জনাব আশরাফ উদ্দীন নিজান। তিনি বলেন, “নদী ভাঙনে এই এলাকার মানুষ প্রতিদিন জীবন ও সম্পদ হারাচ্ছে। চলমান প্রকল্পের কাজ দ্রুত শেষ না হলে ভবিষ্যতে আরও ব্যাপক ক্ষতির ভয় রয়েছে।”
বিশেষ অতিথির বক্তব্যে অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি এবং সম্ভাব্য এমপি প্রার্থী জনাব মোঃ হাফিজ উল্লাহ। তিনি জানান, “৩১০০ কোটি টাকার মহাপ্রকল্পের মেয়াদ শেষ হলেও কাজ এখনো শেষ হয়নি—এটা অত্যন্ত দুঃখজনক। জনগণের নিরাপত্তার স্বার্থে দ্রুত কাজ সমাপ্ত করতে হবে।”
এছাড়াও বক্তব্য দেন
গণ অধিকার পরিষদের লক্ষ্মীপুর জেলা সাধারণ সম্পাদক মোঃ সার্জেন্ট সোলাইমান চৌধুরী,
জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) রামগতি–কমলনগর উপজেলা সভাপতি অধ্যক্ষ আব্দুল মোতালেব,
কমলনগরের বিভিন্ন সুশীল সমাজ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গণসমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির লক্ষ্মীপুর জেলা সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা গিয়াস উদ্দিন।
বক্তারা বলেন, নদীবাঁধ প্রকল্পের কাজ সময়মতো শেষ না হওয়ায় নদীপাড়ের মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে, অনেক পরিবার হারিয়েছে বসতভিটা। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে সকল প্রার্থীকে নদীবাঁধ প্রকল্পকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানানো হয়।
সমাবেশে সাধারণ মানুষ নদীভাঙন রোধ, প্রকল্পের দ্রুত বাস্তবায়ন, নদীগর্ভে বিলীন হওয়া মানুষের জন্য একটি গণকবর স্থাপনসহ বেশ কয়েকটি মানবিক দাবি উপস্থাপন করেন।
নদীভাঙনের ভয়াবহতার বিরুদ্ধে জনগণের এই ঐক্যবদ্ধ সমাবেশ এলাকাজুড়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।








