নেছারাবাদ উপজেলা ও স্বরুপকাঠী পৌর মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত
সোহেল রায়হান, স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল নেছারাবাদ উপজেলা ও স্বরুপকাঠী পৌর শাখার উদ্যোগে আনন্দঘন ও ঝাকঝমকপূর্ন কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার স্বরুপকাঠী ইউনিয়ন পরিষদের সামনে শোরুম ভবনে সভার আয়োজন করা হয়। সভায় সংগঠনের রাজনৈতিক কার্যক্রম, সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও আগামীর কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আলহাজ্ব আহম্মদ সোহেল মঞ্জুর সুমন, বিএনপি থেকে মনোনয়নপ্রাপ্ত ধানের শীষের প্রার্থী ও সাবেক সহ সভাপতি, পিরোজপুর জেলা বিএনপি এবং সভাপতি, ভান্ডারিয়া উপজেলা বিএনপি। তিনি কর্মী সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও মাঠপর্যায়ের কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানান এবং আগামী এক সপ্তাহের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল নেছারাবাদ/ পৌর শাখার একটি সুন্দর সচ্ছ পূর্নাঙ্গ কমিটি বাস্তবায়নের অঙ্গিকার ব্যক্ত করেন।
তিনি আরো বলেন, কেন্দ্র থেকে আমাকে প্রার্থী হিসেবে যে মনোনয়ন দিয়েছে সেটা শুধু আমার নয় আপনাদের সকলের। তাই যার যার অবস্থান থেকে দেশের স্বার্থে দলের স্বার্থে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছায়াতলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং ধানের শীষের বিজয় সুনিশ্চিত করে দেশ ও দেশের মানুষকে একটি গনতান্ত্রিক সরকার উপহার দিতে হবে।
সভায় বক্তারা বলেন, তৃণমূল নেত্রীদের সক্রিয় ভূমিকা দলকে আরও গতিশীল করে তুলবে। তারা সংগঠনের চলমান কার্যক্রমকে আরও বেগবান করতে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
বক্তারা সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, বিএনপি থেকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়া জনপ্রিয় নেতা আহম্মদ সোহেল মঞ্জুর সুমন ভাইকে বিজয়ী করে পিরোজপুর ২ আসনকে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতে উপহার হিসেবে দিতে চাই যাতে দেশে একটি গনতান্ত্রিক সরকারের রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন – সাহিদা বেগম, সভাপতি, পিরোজপুর জেলা মহিলা দল। বিশেষ বক্তা ছিলেন- রহিমা আক্তার হাসি, সাধারণ সম্পাদক, পিরোজপুর জেলা মহিলা দল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম ফরিদ, সাবেক সভাপতি, স্বরুপকাঠী পৌর বিএনপি ও সাবেক মেয়র, স্বরুপকাঠী পৌরসভা। আলহাজ্ব কাজী কামাল হোসেন, সভাপতি, স্বরুপকাঠী পৌর বিএনপি। মোঃ মইনুল হাসান, সাধারণ সম্পাদক, স্বরুপকাঠী পৌর বিএনপি।
সভার সঞ্চালনায় ছিলেন – মোঃ হাফিজ সিকদার, সাংগঠনিক সম্পাদক, স্বরুপকাঠী পৌর বিএনপি। এছাড়া
কর্মী সভায় উপজেলা ও পৌর মহিলা দলসহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।








