ইসলামী আদর্শে সমৃদ্ধ সমাজ গঠনের অঙ্গীকার—হরিণাকুণ্ডুতে জামায়াতে ইসলামী’র নির্বাচনী সভা অনুষ্ঠিত
আব্দুল্লাহ আল মামুন
হরিণাকুণ্ডু উপজেলা প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ৩নং তাহেরহুদা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকালে নারায়ণকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা আয়োজন করা হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। তেলাওয়াত করেন হাফেজ মো. আল-মামুন। তাহেরহুদা ইউনিয়ন আমির আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলার সহকারী সেক্রেটারি তাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হরিণাকুণ্ডু উপজেলা আমির মো. বাবুল হোসেন, ৩নং তাহেরহুদা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মোশারফ হোসেন, ইউনিয়ন সেক্রেটারি মো. বজলুর রহমানসহ ইউনিয়নের রোকন ও স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, ইসলামী আদর্শে সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে জামায়াতে ইসলামী দৃढ़ভাবে অঙ্গীকারবদ্ধ। তারা সততা, ন্যায়পরায়ণতা, দায়িত্বশীল নেতৃত্ব এবং ইসলামী মূল্যবোধকে সমাজে প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন।
নেতারা আরও বলেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টা, পরিশ্রম ও সুদৃঢ় নেতৃত্বের মাধ্যমেই ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করা সম্ভব। ইসলামী আদর্শে জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান অতিথিরা।
নির্বাচনী সভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে ওঠে।








