ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার বাউল শিল্পী আবুল সরকারকে মানিকগঞ্জ আদালতে তোলা হচ্ছে
মানিকগঞ্জ প্রতিনিধি: ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে বাংলাদেশ বাউল সমিতির সভাপতি ও প্রখ্যাত বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে মাদারীপুরের শিবচর এলাকা থেকে তাকে প্রযুক্তির সহায়তায় আটক করে মানিকগঞ্জ জেলা পুলিশ।
পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে আবুল সরকারের এমন কিছু বক্তব্য ছড়িয়ে পড়ে, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর বৃহস্পতিবার সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে কঠোর নিরাপত্তাবেষ্টনীর মধ্য দিয়ে তাকে মানিকগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। আদালত প্রাঙ্গণে এসময় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা ছিল।
জেলা পুলিশের এক কর্মকর্তা বলেন, “ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ যাচাই-বাছাই করা হচ্ছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থা আরও জোরদার করেছে বলে জানা গেছে।








