নেছারাবাদে বিএনপির মনোনীত প্রার্থীকে বয়কট করে মশাল মিছিল
সোহেল রায়হান, স্টাফ রিপোর্টার
পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আহম্মদ সোহেল মঞ্জুর সুমনকে পরিবর্তনের দাবিতে নেছারাবাদে এক বিক্ষোভ মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। তৃণমূলের জনপ্রিয় ও গ্রহণযোগ্য যেকোনো একজন নেতাকে পুনরায় মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে উপজেলার নেতাকর্মী ও সাধারণ জনগণ এ কর্মসূচিতে অংশ নেন।

শনিবার (২২ নভেম্বর) রাত ৯টায় নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের বরছাকাঠি বদ্ধভূমির সামনে থেকে মশাল মিছিলটি শুরু হয়ে বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বরুপকাঠী সরকারি কলেজ চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিলে শতাধিক নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
মিছিলে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, বারবার জামানত হারানো কোনো বিতর্কিত পরিবার থেকে কাউকে প্রার্থী হিসেবে দেখতে চান না তারা। এছাড়া মনোনীত প্রার্থী আলহাজ্ব আহম্মদ সোহেল মঞ্জুর সুমনের জনপ্রিয়তা নিয়ে তারা সন্দেহ প্রকাশ করেন।
তাদের দাবি, বর্তমান প্রার্থী দিয়ে পিরোজপুর-২ আসনে বিজয়ের সম্ভাবনা নেই। তাই ধানের শীষের প্রার্থী পরিবর্তন করে তৃণমূল পর্যায়ের জনপ্রিয় ও গ্রহণযোগ্য কোনো নেতাকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, “দীর্ঘদিনের কর্মী-সমর্থকদের মতামত মূল্যায়ন করতেই আমরা এই মশাল মিছিল আয়োজন করেছি। এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুদৃষ্টি কামনা করছি।”








