নেছারাবাদে তৃণমূল নেতাকে ধানের শীষের প্রার্থী ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল
সোহেল রায়হান, স্টাফ রিপোর্টার
পিরোজপুর–২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে মিয়ারহাট বন্দর এলাকায় তৃণমূলের জনপ্রিয় নেতাকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার দাবিতে এলাকাবাসী এবং বিএনপি নেতা–কর্মীরা এ কর্মসূচির আয়োজন করেন।

এসময় নেছারাবাদ উপজেলার সর্বস্তরের বিএনপি সমর্থিত নেতা–কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাধারণ মানুষ বিক্ষোভ মিছিলে অংশ নেন।
বিক্ষোভে অংশগ্রহণকারীদের দাবি—কেন্দ্র ঘোষিত মনোনয়নপ্রাপ্ত আহম্মদ সোহেল মঞ্জুর সুমনের মনোনয়ন বাতিল করে নেছারাবাদ (স্বরূপকাঠি) থেকে যে কোনো ত্যাগী, জনপ্রিয় ও যোগ্য নেতাকে ধানের শীষের প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনয়ন দিতে হবে। তাদের যুক্তি, পিরোজপুর–২ আসনে নেছারাবাদে (স্বরূপকাঠি) ভোটার সংখ্যা কাউখালী ও ভাণ্ডারিয়া মিলিত ভোটারের চেয়েও বেশি। এখানকার তৃণমূল নেতারা বহু বছর ধরে সংগঠনের হয়ে কাজ করলেও মনোনয়ন বণ্টনে প্রায়ই অবহেলার শিকার হন।
নেতাকর্মীরা অভিযোগ করেন, মনোনয়ন প্রদান প্রক্রিয়ায় বারবার দুরভিসন্ধি ও স্বজনপ্রীতির প্রকাশ ঘটে, যা দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করার পাশাপাশি নির্বাচনে ধানের শীষের বিজয়ের পথে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।
আলোচনা সভায় বক্তারা আরও বলেন, স্বরূপকাঠী থেকেই বিএনপির ধানের শীষের প্রার্থী দিতে হবে। এলাকায় দলমত–নির্বিশেষে সবাই এক হয়ে কাজ করলে পিরোজপুর–২ আসনে বিএনপির নিরঙ্কুশ বিজয় নিশ্চিত হবে বলেও তারা আশা প্রকাশ করেন।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি সুদৃষ্টি ও জনমতের যথাযথ মূল্যায়ন কামনা করে তারা শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের এই কর্মসূচি পালন করেন।








