গৌরনদী–আগৈলঝাড়ায় সংখ্যালঘুদের মনে ফের ২০০১ সালের আতঙ্ক, নিরাপত্তাহীনতায় উদ্বেগ বৃদ্ধি
বরিশাল প্রতিনিধি ঃ
বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় সাম্প্রতিক কিছু বিচ্ছিন্ন ঘটনা, গুজব এবং সামাজিক মাধ্যমে উসকানিমূলক মন্তব্যকে কেন্দ্র করে স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মাঝে তীব্র উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই জানান, পরিস্থিতি তাদের মনে ফের জাগিয়ে তুলছে ২০০১ সালের সহিংসতার দুঃসহ স্মৃতি।
আগৈলঝাড়ার বাকাল ইউনিয়নের কয়েকজন সংখ্যালঘু পরিবার—নাম প্রকাশ না করার শর্তে—জানান, সন্ধ্যার পর তারা বাইরে বের হতে ভয় পাচ্ছেন। কিছু এলাকায় রাতের বেলা স্বেচ্ছাশ্রমে পাহারার ব্যবস্থাও করতে হচ্ছে।
এদিকে প্রশাসন জানিয়েছে, শান্তি–শৃঙ্খলা বজায় রাখতে তারা সর্বোচ্চ সতর্ক রয়েছে। গৌরনদী মডেল থানা ও আগৈলঝাড়া থানার কর্মকর্তারা বলেন,
“প্রতিটি এলাকা মনিটরিং করা হচ্ছে। কোনো অভিযোগ পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে।”
স্থানীয় সচেতন মহলের মতে, আসন্ন নির্বাচনকে ঘিরে একটি বিশেষ মহল উদ্দেশ্যমূলকভাবে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা করতে পারে। তাই তারা গুজবে কান না দিয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
মানবাধিকার কর্মীরা বলেন, সংখ্যালঘুদের মনে যে ভয় ও অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা দ্রুত নিরসনে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতৃত্ব ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের এগিয়ে এসে আশ্বস্ত করা জরুরি।
তারা মনে করেন, সম্মিলিত উদ্যোগেই সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রেখে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সম্ভব।








