রায়গঞ্জে ধান খেত থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার ।
নিজেস্ব প্রতিবেদক দৈনিক আমাদের স্বদেশ
সিরাজগঞ্জের রায়গঞ্জের ধান খেত থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।নিহত ওই যুবকের পড়নে ছিল ফুলপ্যান্ট ও নীল কালো হাফ শার্ট। ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম, মনসুর আলী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

পুলিশ জানায়, আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে এলাকাবাসী রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের নিঝুরী ব্রিজের নীচে ধান খেতে একটি লাশ পরে থাকতে দেখে পুলিশ কে খবর দেয়।
এ সংবাদ লেখা পর্যন্ত পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের প্রস্তুতি নিচ্ছে।
এ প্রসঙ্গে রায়গঞ্জ থানার ওসি (তদন্ত) মো. শফিকুল ইসলাম ঘটনাস্থল থেকে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। এখনো কোনো পরিচয় পাওয়া যায়নি। তদন্ত করে ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।








