ঝিনাইদহ-২ আসনে রাশেদ খানের গনসংযোগ
আব্দুল্লাহ আল মামুন হরিনাকুন্ডু সংবাদদাতা,ঃ ঝিনাইদহ-২ আসনে গণঅধিকার পরিষদের কেন্দ্রিয় সাধারণ সম্পাদক রাশেদ খান নিজে নির্বাচন করবেন এই উপলক্ষে,
আজ শনিবার (৩০ নভেম্বর) বিকেল থেকে দলটির হরিণাকুন্ডু উপজেলার ১নং ভায়না ইউনিয়ন গণঅধিকার পরিষদের আয়োজনে নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্তের ভিত্তিতে সারাদেশে নেয় ঝিনাইদা-২ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে গণঅধিকার পরিষদ। দলীয় সূত্রে জানা গেছে, সারাদেশে ২০০ আসনে প্রার্থী দিয়েছে গণঅধিকার পরিষদ। তবে নির্বাচনি জোট হলে দলীয় প্রার্থীর বিষয়ে ভিন্ন সিদ্ধান্তে আসতে পারে বলেও ইঙ্গিত পাওয়া গেছে।
রাশেদ খান ঝিনাইদহ জেলার পৌরসভার বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি ঝিনাইদহ -২ আসন থেকে দলীয় সিদ্ধান্তে আগামী নির্বাচনে প্রার্থী হয়েছেন,রাশেদ খান বলেন , ‘মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত হরিণাকুন্ডু গড়ে তোলার প্রত্যয়ে আমার পথচলা। হরিনাকুন্ডুবাসী সহ আমার নির্বাচনি এলাকার সকল ভোটারদের কাছে আমি দোয়া চাই। আশা করি, মানুষ সৎ, যোগ্য, মেধাবী নতুন নেতৃত্বকে আগামী নির্বাচনে বেছে নেবে। প্রচারে ’ঝিনাইদহ গণঅধিকার-পরিষদ ঝিনাইদহ।








