সন্দ্বীপের সীমা নির্ধারণে স্থায়ী সমাধানের দাবি—সরেজমিন পরিদর্শনে উপদেষ্টা ড. ফাওজুল কবির খান
আমিনুল ইসলাম রিয়াদ সন্দ্বীপ(চট্টগ্রাম)প্রতিনিধিঃ সন্দ্বীপের সীমা নির্ধারণ–সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতা পর্যালোচনায় অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা ড. ফাওজুল কবির খান সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে সোমবার সরেজমিনে সন্দ্বীপ পরিদর্শন করেন। এ সময় এলাকাবাসীর দাবি, নদীভাঙন ও পলি জমে তৈরি নতুন দ্বীপগুলোর ওপর নোয়াখালীর সাথে চলমান সীমা বিরোধ দ্রুত সমাধানই এখন সময়ের দাবি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত চট্টগ্রাম–০৩ (সন্দ্বীপ) আসনের প্রার্থী অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসাইন। তিনি উপদেষ্টার কাছে জোরালোভাবে তুলে ধরেন যে, মেঘনার সৃষ্ট ভাসানচর (ঠেঙ্গার চর), জাহাইজ্জার চর/স্বর্ণদ্বীপ এবং উড়িরচরের মালিকানা নিয়ে বিরোধ বহুদিনের পুরোনো সমস্যা। সন্দ্বীপের ন্যায্য ভূমির স্বার্থ রক্ষা ও মালিকানা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে আধুনিক ডিজিটাল জরিপ এবং বিশেষজ্ঞ কমিটি গঠন ছাড়া বিকল্প নেই বলে তিনি মত প্রকাশ করেন।
অধ্যাপক আমজাদ হোসাইন বলেন, “সঠিক তথ্যভিত্তিক আধুনিক জরিপ ও বিশেষজ্ঞ মতামতই পারে বহু বছরের ভূমি বিরোধের প্রশাসনিক নিষ্পত্তি নিশ্চিত করতে। এই প্রক্রিয়া দ্রুত বাস্তবায়ন হলে সন্দ্বীপ তার ন্যায্য অধিকার ফিরে পাবে এবং মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমবে।”
সরকারি এই পরিদর্শনকে স্থানীয়রা সীমা বিরোধ সমাধানের সম্ভাব্য অগ্রগতি হিসেবে দেখছেন।








