র্যাব-১২ ও র্যাব-১৩ এর যৌথ অভিযানে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
নিজেস্ব প্রতিবেদক দৈনিক আমাদের স্বদেশ:র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, জুয়াড়িসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামিদের গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ এবং র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এর যৌথ অভিযানে দিনাজপুর জেলার হাকিমপুর থানার একটি মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, গত ২২ মে ২০২৩ খ্রিঃ তারিখে মোছাঃ নূরছাপা (৩৫), স্বামী- মোঃ ইসাহাক আলী, সাং- নওপাড়া, থানা- হাকিমপুর, জেলা- দিনাজপুর এর বিরুদ্ধে হাকিমপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলাটির বিচার শেষে বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ আদালত নং-৩, দিনাজপুর তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০,০০০/- টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ মাস বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।
রায় ঘোষণার পর থেকেই দণ্ডপ্রাপ্ত আসামি পরিচয় গোপন করে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন বলে গোয়েন্দা সূত্রে নিশ্চিত হওয়া যায়।অধিনায়ক, র্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৩ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ রাত আনুমানিক ২২.০০ ঘটিকায় র্যাব-১২ ও র্যাব-১৩ এর যৌথ আভিযানিক দল দিনাজপুর জেলার বিরামপুর থানাধীন ঢাকা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোছাঃ নূরছাপাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামির পরিচয়— মোছাঃ নূরছাপা (৩৫)
স্বামী: মোঃ ইসাহাক আলী সাং: নওপাড়া থানা: হাকিমপুর জেলা: দিনাজপুর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে দিনাজপুর জেলার হাকিমপুর থানায় হস্তান্তর করা হয়।








