চট্টগ্রাম জেলার সন্দ্বীপে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে সিরাত মাহফিল অনুষ্ঠিত
সন্দ্বীপ (চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এক সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৩/১২/২৫ রোজ শনিবার পূর্ব সন্দ্বীপ হাইস্কুলের মাঠে আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সন্দ্বীপ উপজেলা সভাপতি মাওলানা শাহাদাত হোসেন।
অনুষ্ঠানে প্রধান ওয়ায়েজ হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাওলানা ড. বিএম মফিজুর রহমান আল আজহারী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন শিকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি ইউছুপ বিন আবু বক্কর এবং সন্দ্বীপ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ।
এছাড়া বিশেষ ওয়ায়েজ হিসেবে আলোচনা করেন মাওলানা আবু তাহের, মাওলানা মাহাবুব উল্ল্যাহ ও মাওলানা খবিরুল ইসলাম। মাহফিলে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।








