ভেড়ামারা উপজেলা ইটভাটা মালিক ও শ্রমিকরা দিশেহারা
মোহন আলী (কুষ্টিয়া) জেলা প্রতিনিধিঃ ১৬ই ডিসেম্বর বিজয়ের মাস, এই বিজয়ের মাসে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা ইটভাটা মালিক ও শ্রমিকদের মনে চাপা কষ্ট নেই মুখে হাসি । ভেড়ামারা উপজেলায় প্রশাসন কর্তৃক বিভিন্ন ইট ভাটায় অভিজান চালিয়ে ইটভাটাভাঙ্গা সহ ইট ভাটার কার্যক্রম বন্ধ করায় দিশেহারা মালিক ও শ্রমিক। বিজয়ের মাসে ইট ভাটা মালিক ও শ্রমিক গনের মুখে নেই বিজয়ের হাঁসি।

সারাদেশে ইট ভাটার কার্যক্রম বন্ধ হওয়ায় ইটভাটা মালিক ও শ্রমিকরা দিশেহারা, ঘটতে পারে চুরি ছিনতাই ডাকাতির মত বড় ধরনের অপরাধ, কে নেবে এই অপরাধের দায়ভার বললেন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ইটভাটা মালিক ও শ্রমিকরা, ইটভাটা মালিক শ্রমিকরা আরো বলেন সামনে আসছে মুসলমানের ধর্মীয় উৎসব বছরের দুইটা ঈদ। ইট ভাটার শ্রমিক রা বলে এই ইটভাটা যদি বন্ধ হয় ভাটার কাজ ছাড়া আমরা কোন কাজ কাম করতে পারি না এবং আমরা ইট ভাটা শ্রমিক, আমরা মুসলমান, মুসলমানের সবচাইতে বড় উৎসব ঈদুল ফিতর, কাজকাম না থাকলে সামনে যে রমজান মাস সহ ঈদ কিভাবে পার করব তা বুঝে উঠতে পারছিনা। ইনকাম না থাকলে কিভাবে পরিবার নিয়ে চলবো। তাই আমরা চাই আওয়ামী ফ্যাসিবাদীদের তৈরি করা কালো আইন বাতিল করে পুনরায় যাতে ইটভাটা চলতে পারে বর্তমান সরকারের কাছে দাবী জানাচ্ছি। এই বিজয়ের মাসে যাতে আমাদের মুখে বিজয়ের হাঁসি থাকে সে কামনা করছি।








