চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত মোস্তফা কামাল পাশার পরামর্শ সভা অনুষ্ঠিত
সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত ও ধানের শীষ প্রতীকের প্রার্থী, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোস্তফা কামাল পাশার পরামর্শে সন্দ্বীপ উপজেলা ও পৌরসভা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ আলহাজ্ব মোস্তফা কামাল পাশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী বেলায়েত হোসেন এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক জনাব রফি উদ্দিন ফয়সাল।
সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুর এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মো. নিঝুম খানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা ও পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদস্যবৃন্দ। এছাড়াও সন্দ্বীপের ১৫টি ইউনিয়নের বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ, উপজেলা যুবদল ও ছাত্রদলের আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিবসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সভায় বক্তব্য দেন।
সভায় নেতৃবৃন্দ আসন্ন রাজনৈতিক কর্মসূচি, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং দলীয় ঐক্য সুসংহত করার বিষয়ে মতামত তুলে ধরেন। একই সঙ্গে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানানো হয়।








