বাংলাদেশ চালক সংগঠন গ্রুপের উদ্যোগে কর্মীসভা ও সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত
ফিরোজ আলম বিশেষ প্রতিনিধি ঃ বাংলাদেশ চালক সংগঠন গ্রুপের উদ্যোগে এক কর্মীসভা ও সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, পেশাদার চালক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের সড়ক পরিবহন ব্যবস্থা নিরাপদ ও শৃঙ্খলাবদ্ধ করতে চালকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈধ ড্রাইভিং লাইসেন্স, হালনাগাদ যানবাহনের কাগজপত্র এবং ট্রাফিক আইন মেনে চলার মাধ্যমে দুর্ঘটনা কমানো সম্ভব।
বক্তারা আরও বলেন, ট্রাফিক সিগন্যাল অমান্য করা, অতিরিক্ত গতি এবং অবৈধ যানবাহন পরিচালনার ফলে প্রতিনিয়ত মূল্যবান প্রাণ ঝরে যাচ্ছে। এ থেকে উত্তরণে সকল চালককে সচেতন হতে হবে এবং আইন মেনে গাড়ি চালাতে হবে।
সভায় চালকদের ন্যায্য অধিকার, সামাজিক মর্যাদা বৃদ্ধি, হয়রানি বন্ধ এবং পেশাগত সমস্যা সমাধানের বিষয়েও আলোচনা হয়। সংগঠনের নেতৃবৃন্দ জানান, বাংলাদেশ চালক সংগঠন গ্রুপ সবসময় চালকদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে চালকদের স্বার্থ রক্ষায় কাজ করে যাবে।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।








