তাড়াশে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত
মো: আলী আক্কাছ নিজেস্ব প্রতিবেদক দৈানিক আমাদের স্বদেশ : সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক রেলি বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিন করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমার সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সাব্বির আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছাব্বির হোসেন, তাড়াশ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম নিরাপদ দাস , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এরফান আহমেদ উপজেলা সমাজ সেবার ফিলড সুপার ভাইজার সোহানুর রহমান প্রমুখ। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা বলেন স্থানীয় সরকার ব্যবস্থা সরকারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ।এটির মাধ্যমে জনসাধারণ নানাধরনের সেবা পেয়ে থাকেন। স্থানীয় সরকারের গ্রাম আদালত বিচার ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে বর্তমান সরকারও কাজ করে যাচ্ছে।








