মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর—মাগুরায় যথাযোগ্য মর্যাদায় উদযাপন
আলামিন মাগুরা প্রতিনিধি ঃ আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর বাঙালি জাতি অর্জন করে চূড়ান্ত বিজয়। দিবসটি উপলক্ষে মাগুরা জেলায় সরকারি-বেসরকারি নানা কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহরের বিভিন্ন সরকারি কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। পরে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে আলোচনা সভা, মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিশু-কিশোরদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশপ্রেম, সততা ও দায়িত্বশীলতার মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিজয়ের এই দিনে সবাই একাত্তরের শহীদদের স্মরণ করে তাঁদের আত্মত্যাগের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।








