সন্দ্বীপে সমসাময়িক ইস্যুতে ইউএনও’র সঙ্গে রাজনৈতিক দলের যৌথ বৈঠক উন্নয়ন, আইনশৃঙ্খলা ও জনস্বার্থে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ
আমিনুল ইসলাম রিয়াদ
সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি ঃ চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মং চিং নু মারমা’র সঙ্গে উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে সন্দ্বীপ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান ও প্রস্তাবিত উন্নয়ন কার্যক্রম, জনসেবার মানোন্নয়ন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় উপস্থিত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাঁদের নিজ নিজ দলের পক্ষ থেকে বিভিন্ন মতামত, প্রস্তাবনা ও দাবি তুলে ধরেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মং চিং নু মারমা বলেন, সন্দ্বীপের সার্বিক উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা অত্যন্ত জরুরি। তিনি সবাইকে দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানান এবং প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
বৈঠকে উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ এ ধরনের যৌথ উদ্যোগকে সময়োপযোগী ও ইতিবাচক বলে উল্লেখ করেন। তাঁদের মতে, নিয়মিত এ ধরনের মতবিনিময় সভা গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করবে এবং স্থানীয় উন্নয়ন কার্যক্রমকে অধিকতর গতিশীল করবে।
সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত বৈঠক শেষে ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের যৌথ বৈঠক ও মতবিনিময় সভা আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।








