শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমান্ত শিশু নিহত, ও দুইশিশুসহ অগ্নিদগ্ধ আরো তিন নেছারাবাদে পুলিশ সদস্যের বিরুদ্ধে মিথ্যা হয়রানি ও ৫ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ সন্দ্বীপে সমসাময়িক ইস্যুতে ইউএনও’র সঙ্গে রাজনৈতিক দলের যৌথ বৈঠক উন্নয়ন, আইনশৃঙ্খলা ও জনস্বার্থে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ হরিনাকুন্ডুতে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ পালিত কমলনগর উপজেলায় প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভেঙে দেওয়া ইট ভাটা পুনরায় চালু বোর্ডিং কার্ড আটকে ৩০ হাজার টাকা দাবি—যাত্রী হয়রানির ভয়াবহ অভিযোগ নেছারাবাদের ঐতিহ্যবাহী আলহাজ্ব আব্দুর রউফ নেছারিয়া দীনিয়া হাফেজিয়া মাদ্রাসায় ২২ তম ঈসালে সাওয়াব, ওয়াজ ও দোয়া মাহফিল আল হেরা জামেয়া একাডেমি ২০২৫ সালের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর বিদায়ী অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা পুরস্কার বিতরণী অনুষ্ঠান মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর—মাগুরায় যথাযোগ্য মর্যাদায় উদযাপন ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার ধামরাইয়ে ৬৫০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমান্ত শিশু নিহত, ও দুইশিশুসহ অগ্নিদগ্ধ আরো তিন

প্রতিবেদকের নাম / ১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

লক্ষ্মীপুর প্রতিনিধি:লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের ঘরে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এসময় ঘটানাস্থলে ঘুমান্ত অবস্থায় ৭ বছরের শিশু আয়েশা বেগম মারা যায়। অগ্নিদগ্ধ হন বিএনপি নেতা বেলাল হোসেন ও তার আরো দুইশিশু কন্যা বিথি আক্তার ও স্মৃতি আক্তার। এর মধ্যে বিথি আক্তার ও স্মৃতি আক্তারকে আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরন করা হয়েছে। অপর বিএনপি নেতা বেলাল হোসেন সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জের চরমনসা এলাকায়।

বিএনপি নেতাকর্মীরা জানায়, সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন। ভবানীগঞ্জের চরমনসা এলাকায় নিজ ঘরে রাতে স্ত্রী-সন্তান নিয়ে ঘুমিয়ে ছিলেন মো বেল্লাল হোসেন । এসময় ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দৃর্বৃত্তরা। মুহুর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় ঘুমান্ত শিশু আয়েশা বেগম অগ্নিদগ্ধ হয়ে মারা যান। অগ্নিদগ্ধ হন বেলাল হোসেন ও তার দুই কন্যা। পরে স্থানীয়রা অগ্নিদগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বিথী আক্তার ও স্মৃতি আক্তারকে ঢাকা বার্ণ ইউনিটে পাঠানো হয়। তাদের অবস্থায় আশংকাজনক। দুইজনের শরীরের ৬০/৭০ ভাগ অংশ পুড়ে গেছে। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ভবানীগঞ্জ বিএনপির সভাপতি আজাদ হোসেন বলেন,বেলাল হোসেন ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক। রাতের আধারে সন্ত্রাসীরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এঘটনায় এক শিশু মারা যায়। অগ্নিদগ্ধ হন আরো তিনজন। জড়িতদের গ্রেফতারের দাবী জানান তিনি।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার দাস বলেন, উক্ত ঘটনায়, এক শিশু নিহত ও আরো তিনজনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুইজনের অবস্থায় আশংকাজনক। অগ্নিসংযোগের বিষয়ে তদন্ত করা হচ্ছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদ পারভেজ বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। অগ্নিদগ্ধ হয়ে এক শিশু মারা যান। আরো তিনজন অগ্নিদগ্ধ হন। তবে আগুনের বিষয়টি তদন্ত করা হচ্ছে। এটি কি পরিকল্পিত নাকি নাশকতা ,সেটা খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর