থানচিতে আগামী জুনে বিশুদ্ধ পানির সুবিধা পাবে জনসাধারণ।
রেমবো ত্রিপুরা, থানচি (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের থানচি উপজেলায় দীর্ঘদিনের প্রতীক্ষিত পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ২০২১ সালে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে সদর ইউনিয়নে টিএন্ডটি পাড়ায় এ প্রকল্প গ্রহণ করা হয়।
তবে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে কাজ শুরু হলেও অবহেলা, অযত্ন ও জমি বিরোধ নিষ্পত্তি না হওয়ায় প্রকল্পটির বাস্তবায়ন দীর্ঘদিন থমকে থাকে। ফলে উপজেলার হাজারো মানুষ বিশুদ্ধ পানির সুবিধা থেকে বঞ্চিত হয়ে পড়ে।
সরকার পরিবর্তনের পর ২০২৫ সালে থানচি উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দায়িত্ব পান সহকারী প্রকৌশলী স্বপন চাকমা। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি প্রকল্পটি পুনরায় সচল করতে সক্রিয় উদ্যোগ নেন। জমি সংক্রান্ত জটিলতা নিরসন, ঠিকাদারি কাজ তদারকি এবং প্রকল্পের অসমাপ্ত কাজ দ্রুত শেষ করতে তিনি নিয়মিত মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন।
উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী স্বপন চাকমা বলেন, বর্তমানে পানি সরবরাহ লাইনের অধিকাংশ কাজ সম্পন্ন হয়েছে এবং বাকি কাজ শেষ হলে আগামী জুন মাসের মধ্যেই জনসাধারণের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহ লাইন চালু করা সম্ভব হবে। প্রকল্পটি চালু হলে থানচি উপজেলার প্রত্যন্ত অঞ্চলসহ আশপাশের এলাকায় নিরাপদ ও বিশুদ্ধ পানির সংকট অনেকাংশে দূর হবে বলে আশা করা হচ্ছে।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির অভাবে তারা নানা রোগে ভুগেছেন। প্রকল্পটি বাস্তবায়নের খবরে তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং দ্রুত কাজ সম্পন্নের দাবি জানিয়েছেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, সুষ্ঠু তদারকি ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়িত হলে থানচি উপজেলার জনস্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা হবে।








