সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক এমপি আজিজ এক দিনের রিমান্ড ।
নিজেস্ব প্রতিবেদকক দৈনিক আমদের স্বদেশ : সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ ও তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুল আজিজ কে বিস্ফোরক দ্রব্য ও হত্যাচেষ্টা মামলায় এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন, আদালতের অতিরিক্ত পিপি মো. হুমায়ুন কবীর ও সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) শিউলী খাতুন।
বুধবার (৫ মার্চ) দুপুরে সাবেক এমপি আব্দুল আজিজকে সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে তাড়াশ আমলি আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক ওবায়দুল হক রুমি এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আজিজকে র্যাব-২-এর একটি দল ৩ ফেব্রুয়ারি রাতে ঢাকার কলাবাগান থেকে গ্রেপ্তার করে। পরে র্যাব-১২-এর মাধ্যমে তাঁকে সিরাজগঞ্জের তাড়াশ থানায় হস্তান্তর করা হয়।
মামলা …








