তাড়াশে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩
নিজেস্ব প্রতিবেদক দৈনিক আমাদের স্বদেশ :
সিরাজগঞ্জের তাড়াশে দুই ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক আব্দুল সামাদ মন্ডল নিহত হয়, এ ঘটনায় আহত আর ৩ জান।
রবিবার (৯ মার্চ) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে, তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কে। নিহত চালকের নাম আব্দুস সামাদ মন্ডল (৬০)। তিনি উপজেলার তালম ইউনিয়নের নামাসিলোট গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ চারজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে তাড়াশ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে গুরুতর আহত আব্দুস সামাদ মন্ডলকে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে তিনি মারা যান।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।








