সিরাজগঞ্জে কাজিপুরে চালককে হত্যার পর ইজিবাইক ছিনতাই
দৈনিক আমাদের স্বদেশ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জে কাজিপুরে চালক এনামুল হক (৪৫) কে হত্যার পর দুর্বৃত্তরা ব্যাটারি চালিত ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন, কাজিপুর থানার (ওসি) নূরে আলম।
মঙ্গলবার (১১ মার্চ) ভোর রাতে ছিনতাইয়ের এ ঘটনাটি ঘটে, সিরাজগঞ্জ-কাজিপুর মহাসড়কে উপজেলার দুবলাই নামক স্থানে। নিহত এনামুল ওই উপজেলার রৌহাবাড়ী গ্রামের আবু সাইদ শেখের ছেলে।
জানা যায়, মঙ্গলবার সেহরি শেষে এনামুল নিজের চাষ করা ৪ বস্তা টমেটো ইজিবাইকে নিয়ে স্থানীয় পিপুলবাড়িয়া বাজারে আসছিল। পথিমধ্যে দুর্বৃত্তরা তার ইজিবাইকের পথ গতিরোধ করে এবং তাকে হাত পা বেঁধে ও মুখে টেপ লাগিয়ে শ্বাসরোধ করে হত্যার পর টমেটো ভর্তি ইজিবাইক ছিনতাই করে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। সকালে সেখানে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে নিয়ে আসে। এ নিয়ে এলাকায় ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে কাজিপুর থানার (ওসি) নূরে আলম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।








