তাড়াশে ট্রাক্টর উল্টে চালকসহ নিহত ২
নিজস্ব প্রতিনিধি:তাড়াশে ট্রাক্টর উল্টে চালক মো. রাকিব ও তার সহযোগী মো. বাবু নিহত। মঙ্গলবার (১৮ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বি গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত মো. রাকিব উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বি গ্রামের মো. সালাম হোসেনের ছেলে ও মো. বাবু একই গ্রামের জিল্লুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, গ্রামের মধ্যে দিয়ে ট্রাক্টরটি বেপরোয়া গতিতে যাচ্ছিল। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে খাদে পড়ে যায়। এতে ট্রাক্টরের চালক রাকিব ও তার সহযোগী বাবু ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. নাজমুল কাদের জানান, উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বি গ্রামের মধ্যে দিয়ে একটি ট্রাক্টর যাচ্ছিল। বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টরের চালক রাকিব ও তার সহযোগী বাবু নিহত হয়।








