শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১০:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
গৌরনদীতে রিপারিং রাস্তার মাটি কাটা কেন্দ্র করে হামলা, মডেল থানায় এজাহার দায়ের। **নেছারাবাদে বিএনপির দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুটিয়াকাঠিতে নেতাকর্মীদের ঢল** গণ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪ শিক্ষার্থী পবিত্র কোরআনের আলোকে পরিত্যাক্ত পাথর থেকে সোনা রুপাসহ মুল্যবান ধাতু আহরনে গাজন পদ্ধতির উদ্ভাবন আহছান উল্লাহর থানচিতে নতুন বাস টার্মিনাল চালু যাত্রীসেবার নতুন সম্ভাবনা। লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসনের অভিযানে মাদক সেবনে অভিযুক্ত ২ জনের কারাদণ্ড, ১ জনের বিরুদ্ধে মামলা নেছারাবাদে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল তাড়াশে প্রিমিয়ার ক্রিকেট লীগের উদ্বোধন নোয়াখালী-৪ আসনে ট্রাক প্রতীকের প্রার্থী আব্দুর জাহেরের উঠান বৈঠক অনুষ্ঠিত সন্দ্বীপের নানান সমস্যা নিয়ে উপদেষ্টা ফাওজুল কবির খানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ড. ইউনূসের বিরুদ্ধে চক্রান্তে ভারতীয় মিডিয়াও জড়িত: প্রেস সচিব

প্রতিবেদকের নাম / ১০১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘প্রফেসর ইউনূসের বিরুদ্ধে পতিত স্বৈরাচার এবং তার সাঙ্গপাঙ্গরা খুব বড় রকমের একটা চক্রান্ত করছে এবং ভারতীয় মিডিয়াও এটার সঙ্গে জড়িত।’
শনিবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘দ্রোহের গ্রাফিতি: ২৪-এর গণ-অভ্যুত্থান’ শীর্ষক বইয়ের প্রকাশনা উৎসবে তিনি এ কথা বলেন। বইটি লিখেছেন জি এম রাজিব হোসেন। শফিকুল আলম বলেন, ‘ওদের (আওয়ামী লীগ) মেসেজে ইউনূস হচ্ছে জঙ্গি লিডার, ইউনূসকে ঘিরে যারা আছে জঙ্গি লিডার। এটা কেন করছে জানেন? এটা খুবই ওয়েল কনস্ট্রাকটেড ক্যাম্পেইন এবং এর সঙ্গে ভারতীয় মিডিয়াও জড়িত। মিলিয়নস অব ডলার খরচ করছে হাসিনার অলিগার্কগুলো।’

তিনি (শেখ হাসিনা) একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে, বিশ্বকে বোঝাতে চাচ্ছে যে তোমরা যেটাকে গণঅভ্যুত্থান বলছ সেটা আসলে গণঅভ্যুত্থান না। এটা খুব বড় রকমের একটা চক্রান্ত। তারা যদি কোনোভাবে বিদেশিদের বোঝাতে সক্ষম হয় যে আমাদের দেশে যেটা হয়েছে সেটা গ্লোবাল অর্ডারের বাইরের কোনোকিছু, যে লোকটাকে দেখছো এটা সেটা না।’
প্রেস সচিব বলেন, ‘প্রফেসর ইউনূস পাব্লিক লাইফে আছেন ছয় দশক ধরে। তাকে সবাই চেনে। অথচ তাকে তারা এভাবে পোট্রেট করছে। কারণ নতুন বাংলাদেশের যে ইউনিক ইতিহাস এটাকে তারা উল্টে দিতে চায়। এই কাজটা কিন্তু তারা আগে করেছে। পুরো ১৫ বছরে কয়টা লেখক আছে যে ১৯৭৪ এর দুর্ভিক্ষ নিয়ে লিখেছে? কেউ নেই।’

শফিকু আলম বলেন, ‘আপনাকে শোষণ করার মূল হাতিয়ার হলো আপনার হিস্ট্রিকে ভুলিয়ে দেওয়া। তারা ওপ্রেসর (নিপীড়ক), কিন্তু বিদেশে গিয়ে বলছে তারা ওপ্রেসড (নিপীড়িত)। পুরো বাংলাদেশ থেকে তিনি (শেখ হাসিনা) এবং তার লোকেরা ২৩৪ বিলিয়ন ডলার বাইরে নিয়ে গেছে। তার পেটুয়া বাহিনী বাংলাদেশের সাড়ে তিন হাজার লোককে গুম করেছে। জুলাই-আগস্টে দুই হাজার লোককে খুন করেছে, যাদের কারও কারও বয়স ৪-৮ বছর।’

তিনি বলেন, ‘তার (শেখ হাসিনা) সময়ে শাপলাচত্বর হত্যাকাণ্ড হয়েছে, মাওলানা সাঈদীর (দেলাওয়ার হোসাইন সাঈদী) ভার্ডিক্টের (বিচার) পর কী ভয়ানক হত্যাকাণ্ড হয়েছে। একটা দেশের চিফ জাস্টিসকে গলায় ধরে তার সিকিউরিটি এজেন্সির লোকজন পিটিয়ে পুলিশে দিয়েছে, আবার ওনারা বলতেন আমাদের জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট। একজন চিফ জাস্টিসের অবস্থা যদি এই হয় তাহলে কোন জাস্টিস ইন্ডিপেন্ডেন্ট আছে?’
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজের সভাপতিত্বে প্রকাশনা উৎসবে আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সম্মিলিত পেশাজীবী পরিষদের মহাসচিব কাদের গণি চৌধুরী, দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর