তাড়াশে ৪ হাজার কেজি ডিজিএফএর চাল জব্দ
নিজেস্ব প্রতিনিধি:সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নে অসহায় ও হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ঈদুল ফিতরের উপহার (ভিজিএফ) চাল বিতরণে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সাথে চার হাজার এক কেজি চাল জব্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ ইউনিয়ন ভিজিএফএর চাউল বিতরণের ট্যাগ অফিসার ও উপজেলা সহকারী প্রাথমিক কর্মকর্তা মোঃ আশরাফ আলী। তিনি জানান, বিতরণ অনিয়মের অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ৫০ কেজি ওজনের ৮৩ বস্তা চাল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চাল বিতরণ চলছিল। দুপুরের পর থেকে দুস্থ হতদরিদ্রদের বদলে কালোবাজারি চাল নিতে আসলে স্থানীয় এলাকাবাসীর বাধায় চাল বিতরণ বন্ধ হয়ে যায়। সঙ্গে সঙ্গেই ইউপি সদস্যরা চম্পট দিয়ে পালিয়ে যায়। লোকজনের সঙ্গে কথা বলে জানা যায় চেয়ারম্যানের সাথে যোগসাজশে ইউপি সদস্য ৫ শত কার্ড কালোবাজারিদের নিকট বিক্রি করেছে।
২০২৪-২৫ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ঈদুল ফিতর উপলক্ষ্যে সারাদেশে ১০ কেজি করে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণের কথা ছিল। সেই মোতাবেক নওগাঁ ইউনিয়নে ২,৩৫৩ জন উপকারভোগী প্রত্যেকে ১০ কেজি করে চাল পাওয়ার কথা থাকলেও বাস্তবে তা কম বিতরণ করা হয়েছে।
নওগাঁ ইউনিয়ন জামাতের সভাপতি ফজলুল রহমান জানান, মাষ্টারোল ছাড়াই ইচ্ছে মতো চেয়ারম্যান, সচিব ও মেম্বাররা চাল বিতরণ করছিল। বেশ কিছু চাল কালোবাজারিদের নিকট বিক্রি করতে চেয়েছিলেন। কিন্তু জামায়াতের লোকজনের বাঁধার মুখে পন্ড হয়ে যায়। উপজেলা বিএনপির সহ-সভাপতি জয়নুল আবেদীন মাহবুব বলেন, দুঃস্থ ও অসহায়দের জন্য চাল বরাদ্দে ব্যাপক দুর্নীতি ও অনিয়ম হয়েছে। এ ব্যাপারে নওগাঁ ইউনিয়ন পরিষদের সচিব আলাউদ্দিন হোসেন জানান, চেয়ারম্যান ও ইউপি সদস্যরা তালিকা তৈরি করেছেন সেই মোতাবেক বিতরণ চলছিল এর পরে স্থানীয় এলাকাবাসীর বাধায় চাল বিতরণ বন্ধ করে দিয়েছে।
এ বিষয়ে নওগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মজনুর নিকট জানতে চাইলে তিনি জানান, জরুরি কাজে ঢাকার আছি চাল বিতরণের দায়িত্ব সচিব ও ইউপি সদস্যদের।








