ভালোবেসে বিয়ে করেও ঘর বাঁধতে পারছেন না এক তরুণী ২ দিন ধরে অনশনে স্ত্রী স্বামীর বাড়িতে !
নিজেস্ব প্রতিবেদক দৈনিক আমাদের স্বদেশ : ভালোবেসে বিয়ে করেও ঘর বাঁধতে পারছেন না এক তরুণী। স্ত্রীর স্বীকৃতির দাবিতে ২ দিন ধরে স্বামীর বাড়ি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের ভায়াট গ্রামে অনশন করছেন তিনি।
এক বছর আগে ওই গ্রামের আব্দুল খালেক মন্ডলের ছেলে জাহিদুল ইসলাম জাহিদ সঙ্গে তার বিয়ে হয়। ওই তরুণীর বাড়ি নওগাঁ জেলার বদলগাছি থানা এলাকায় ।
অনশনরত তরুণী জানান, ১ বছর আগে জাহিদুল ইসলাম জাহিদের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর সূত্র ধরে ১ বছর আগে পরিবারের অজান্তে তারা পালিয়ে বিয়ে করেন। বিয়ের পর একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন তারা। কিছুদিন আগে তাকে ফেলে জাহিদুল ইসলাম জাহিদ
বাসা ছেড়ে আত্মগোপন করে। তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে।
কোনো উপায় না পেয়ে তিনি আজ (১৮ এপ্রিল) সন্ধ্যার সময় জাহিদুল ইসলাম জাহিদের বাড়িতে আসেন এবং স্ত্রীর স্বীকৃতি দাবিতে অনশন শুরু করেন। তবে জাহিদুল ইসলাম জাহিদের বাবা ও মা তাকে ঘরে ঢুকতে বাধা দেয়। এই সুযোগে জাহিদুল ইসলাম জাহিদ আত্মগোপন করেন। ফলে ছেলের চাচার বাড়িতে অনশন চালিয়ে যাচ্ছেন তিনি।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো জিয়াউর রহমান জানান, ঘটনাটা আমার জানা নেই। তবে মেয়েটি যদি আইনের সাহায্য চায়, তাহলে তাকে আইনগত সহায়তা দেওয়া হবে।








