শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
গৌরনদীতে রিপারিং রাস্তার মাটি কাটা কেন্দ্র করে হামলা, মডেল থানায় এজাহার দায়ের। **নেছারাবাদে বিএনপির দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুটিয়াকাঠিতে নেতাকর্মীদের ঢল** গণ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪ শিক্ষার্থী পবিত্র কোরআনের আলোকে পরিত্যাক্ত পাথর থেকে সোনা রুপাসহ মুল্যবান ধাতু আহরনে গাজন পদ্ধতির উদ্ভাবন আহছান উল্লাহর থানচিতে নতুন বাস টার্মিনাল চালু যাত্রীসেবার নতুন সম্ভাবনা। লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসনের অভিযানে মাদক সেবনে অভিযুক্ত ২ জনের কারাদণ্ড, ১ জনের বিরুদ্ধে মামলা নেছারাবাদে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল তাড়াশে প্রিমিয়ার ক্রিকেট লীগের উদ্বোধন নোয়াখালী-৪ আসনে ট্রাক প্রতীকের প্রার্থী আব্দুর জাহেরের উঠান বৈঠক অনুষ্ঠিত সন্দ্বীপের নানান সমস্যা নিয়ে উপদেষ্টা ফাওজুল কবির খানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিদ্দিরগঞ্জ থানায় আইনের শাসন প্রতিষ্ঠায় ওসি মোহাম্মদ শাহীনুর আলমের অনন্য ভূমিকা

প্রতিবেদকের নাম / ৮০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

স্টাফ রিপোর্টার মারুফ আলম নারায়ণগঞ্জ: সিদ্দিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম দায়িত্ব গ্রহণের পর থেকে এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। পেশাদারিত্ব, সততা ও মানবিক মূল্যবোধের অনন্য মিশ্রণে তিনি থানার কার্যক্রমকে জনগণমুখী করে তুলেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওসি মোহাম্মদ শাহীনুর আলম সিদ্দিরগঞ্জ এলাকায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি এবং অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছেন। তার নেতৃত্বে থানার প্রতিটি সদস্য দায়িত্ব পালনে আরও বেশি সক্রিয় এবং জনসেবায় প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন। ফলে থানার আওতাভুক্ত এলাকায় অপরাধের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

ওসি শাহীনুর আলম সবসময় জনগণের অভিযোগ গুরুত্বের সঙ্গে শোনেন এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। তার আন্তরিকতা ও নিরলস প্রচেষ্টার ফলে জনগণের মাঝে পুলিশের প্রতি আস্থা বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, “জনগণের সহযোগিতা ছাড়া প্রকৃত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। তাই জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে আইনের শাসন প্রতিষ্ঠাই আমাদের প্রধান লক্ষ্য।”

বিশেষ করে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে তার উদ্যোগ প্রশংসনীয়। পাশাপাশি তিনি মাদকবিরোধী সভা, উঠান বৈঠক এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে সমাজের প্রত্যন্ত স্তর পর্যন্ত নিরাপত্তা ও সচেতনতার বার্তা পৌঁছে দিচ্ছেন।

সামগ্রিকভাবে সিদ্দিরগঞ্জ থানার সার্বিক উন্নয়নে ওসি মোহাম্মদ শাহীনুর আলমের ভূমিকা আজ প্রশংসিত হচ্ছে সর্বমহলে। তার নেতৃত্বে সিদ্দিরগঞ্জ থানা ক্রমশই একটি মডেল থানা হিসেবে গড়ে উঠছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর