মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ভেড়ামারা উপজেলা ইটভাটা মালিক ও শ্রমিকরা দিশেহারা তাড়াশে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল হরিনাকুন্ডুকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা চাইলেন নবাগতা উপজেলা নির্বাহী অফিসার চট্টগ্রাম জেলার সন্দ্বীপে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে সিরাত মাহফিল অনুষ্ঠিত র‌্যাব-১২ ও র‌্যাব-১৩ এর যৌথ অভিযানে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ইসরায়েলের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় কেন বন্ধ রেখেছিল যুক্তরাষ্ট্র থানচিতে খুমী লাইট হাউসে প্রাক বড়দিন উদযাপন ভেড়ামারা অস্থায়ী কার্যালয় থেকে দৈনিক লালন কণ্ঠ পত্রিকা ও জাতীয় সাপ্তাহিক অন্ধকার জগৎ পত্রিকার কার্ড বিতরণ সন্দ্বীপে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তফা কামাল পাশা সাথে পাশা সুজনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা গৌরনদীতে রিপারিং রাস্তার মাটি কাটা কেন্দ্র করে হামলা, মডেল থানায় এজাহার দায়ের।

তাড়াশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৯০ জন সুফলভোগীর মাঝে গরু বিতরণ

আক্কাছ ইসলাম / ৬০ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

নিজেস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষে উন্নত জাতের ক্রসব্রীড বকনা গরু বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে তাড়াশ উপজেলা প্রাণীসম্পদ ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের অর্থায়নে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর চত্বরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৯০ জন সুফলভোগীর মাঝে ওই গরু বিতরণ করা হয়।
যউপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরুল ইসলাম সভাপতিত্বে উক্ত বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ প্রমূখ।
উপজেলার সরাপপুর গ্রামের সুফলভোগী মতিলাল সিং বলেন, আমি অত্যন্ত দরিদ্র মানুষ। প্রাণীসম্পদ দপ্তর থেকে বিনামূল্যে পাওয়া গরুটি আমার বড় প্রাপ্তি। এটি লালন-পালন করে আমার আর্থিক অবস্থা বদলাতে চাই। দেওঘর গ্রামের সুফলভোগী শ্রীমতি কাজলী রানী উড়াঁও বলেন, আমি হতদরিদ্র পরিবারের একজন সদস্য। আমি বিশ্বাস করি বকনা গরুটি লালন-পালন করে এর সংখ্যা বৃদ্ধি মাধ্যমে আমার সাংসারের অভাব দুর করতে পারবো।
এ ব্যাপারে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলাম বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নে বিতরণকৃত গরু গুলোর খাদ্য, চিকিৎসা ও প্রতিপালনের ব্যাপারে সব ধরণের সহযোগীতা প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর