সিরাজগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার ২
নিজেস্ব প্র্র্র্রতিবেদক দৈনিক আমাদের স্বদেশঃ সিরাজগঞ্জে নবম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে অপহরণের পর ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। এঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ মে) দুপুরে তাদের আদালতের মাধ্যম্যে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার (৭ মে) সন্ধ্যায় শহরের সার্কিট হাউস এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। সকালে ধর্ষণের ঘটনা ঘটে।
গ্রেফতাররা হলেন— শহরের সয়াধানগড়া মধ্যপাড়ার সোলায়মান হোসেন (৩৫) ও একই এলাকার লিটন শেখ (৪০)।
জানা যায়, বুধবার সকালে ওই শিক্ষার্থী স্কুলে যাওয়ার পথে কয়েকজন মিলে অপহরণ করেন। পরে সদর উপজেলার শিয়ালকোল বাজারের মন্দিরের পাশে মাজেদা খাতুন নামে এক নারীর ভাড়া বাসায় নিয়ে সোলায়মান তাকে ধর্ষণ করে। লিটনসহ অন্যরা এতে সহযোগিতা করেন। এরপর কৌশলে ওই শিক্ষার্থী সেখান থেকে পালিয়ে বাড়িতে ফিরে যায়। সন্ধ্যায় শিক্ষার্থীর মা বাদী হয়ে থানায় মামলা করেন। নির্যাতিত শিক্ষার্থী শারীরিক পরীক্ষা শেষে বৃহস্পতিবার বিকেলে আদালতে জবানবন্দি দিয়েছেন।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা সাদ্দাম হোসাইন বলেন, মামলা হওয়ার পর অভিযান চালিয়ে ধর্ষক সোলায়মান ও সহযোগী লিটনকে গ্রেফতার করা হয়। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।








