চট্টগ্রাম এর সন্দ্বীপে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত ৩৫ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদ ও ভাতা বিতরণ
সন্দ্বীপ (চট্টগ্রাম)প্রতিনিধি:
জাতীয় উন্নয়ন ও আত্মনির্ভরশীলতা অর্জনের লক্ষ্যে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) কার্যালয়ের আয়োজনে হারামিয়া ইউনিয়ন পরিষদে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।
সমাপনী দিনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা। তিনি বলেন, “ভিডিপি সদস্যরা জাতির প্রয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা রক্ষা, এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই প্রশিক্ষণ তাদের দক্ষতা বাড়িয়ে আত্মকর্মসংস্থান ও জাতীয় নিরাপত্তায় ইতিবাচক ভূমিকা রাখবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম এবং বাংলাদেশ কৃষি ব্যাংক, সন্দ্বীপ শাখার ব্যবস্থাপক মোঃ আখতারুজ্জামান সুজন। তাঁরা উভয়েই ভিডিপি সদস্যদের উৎসাহ দিয়ে বলেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে তারা যেন সমাজে উন্নয়নের সহায়ক শক্তি হিসেবে কাজ করে যান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা স্বপন কুমার পাল। তিনি জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা প্রাথমিক সামরিক শৃঙ্খলা, জাতীয় ও সামাজিক দায়িত্ববোধ, ক্ষুদ্র উদ্যোক্তা হওয়াসহ বিভিন্ন কার্যকরী দক্ষতা অর্জন করেছেন।
প্রশিক্ষণ শেষে ৩৫ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র ও প্রশিক্ষণ ভাতা তুলে দেওয়া হয়। প্রশিক্ষণার্থীরা এই আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং অর্জিত জ্ঞানকে ভবিষ্যতে সমাজের কল্যাণে কাজে লাগানোর অঙ্গীকার করেন।








