শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
গৌরনদীতে রিপারিং রাস্তার মাটি কাটা কেন্দ্র করে হামলা, মডেল থানায় এজাহার দায়ের। **নেছারাবাদে বিএনপির দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুটিয়াকাঠিতে নেতাকর্মীদের ঢল** গণ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪ শিক্ষার্থী পবিত্র কোরআনের আলোকে পরিত্যাক্ত পাথর থেকে সোনা রুপাসহ মুল্যবান ধাতু আহরনে গাজন পদ্ধতির উদ্ভাবন আহছান উল্লাহর থানচিতে নতুন বাস টার্মিনাল চালু যাত্রীসেবার নতুন সম্ভাবনা। লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসনের অভিযানে মাদক সেবনে অভিযুক্ত ২ জনের কারাদণ্ড, ১ জনের বিরুদ্ধে মামলা নেছারাবাদে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল তাড়াশে প্রিমিয়ার ক্রিকেট লীগের উদ্বোধন নোয়াখালী-৪ আসনে ট্রাক প্রতীকের প্রার্থী আব্দুর জাহেরের উঠান বৈঠক অনুষ্ঠিত সন্দ্বীপের নানান সমস্যা নিয়ে উপদেষ্টা ফাওজুল কবির খানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইউক্রেনের পরমাণু বিদ্যুৎকেন্দ্রের মালিকানা নিতে পারে যুক্তরাষ্ট্র!

প্রতিবেদকের নাম / ৯৯ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোর মালিকানা ও পরিচালনার দায়িত্ব যুক্তরাষ্ট্র নিতে পারে বলে ইঙ্গিত দিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ওভাল অফিসের সেই ঐতিহাসিক বিতর্কের পর বুধবার প্রথমবারের মতো ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে সরাসরি ফোনে কথা বলেন। যদিও এর আগে দুই দেশের প্রতিনিধিরা সৌদি আরবে বৈঠক করেছে এবং ৩০ দিনের একটি সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছে। হোয়াইট হাউস জানিয়েছে, বুধবারের ফোনালাপে ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য মালিকানা নিয়েও কথা হয়েছে। তবে জেলেনস্কি পরে পরিষ্কার করে বলেন, আলোচনাটি মূলত রাশিয়া-নিয়ন্ত্রিত জাপোরিঝিয়া প্ল্যান্টকে ঘিরেই ছিল। পরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ট্রাম্প ইউক্রেনকে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে ইউরোপ থেকে, সংগ্রহে সহায়তা করতে রাজি হয়েছেন। দুই নেতা যুদ্ধের পরিস্থিতি অনুযায়ী তাদের প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ ও তথ্য আদান-প্রদান চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছেন। তার বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ট্রাম্প ও জেলেনস্কি ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহ ও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলো নিয়ে আলোচনা করেছেন। ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র এসব প্ল্যান্ট পরিচালনা ও ইউক্রেনের জ্বালানি অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রুবিও যোগ করেন, এই বিদ্যুৎকেন্দ্রগুলোতে যুক্তরাষ্ট্রের মালিকানা থাকলে সেগুলো আরও সুরক্ষিত হবে এবং ইউক্রেনের জ্বালানি খাতেও সহায়ক হবে। জেলেনস্কি পরে বলেন, বিদ্যুৎকেন্দ্রের বিষয়টি আলোচনায় এসেছিল ঠিকই, তবে তা মূলত জাপোরিঝিয়া প্ল্যান্টকে কেন্দ্র করেই। এই আলোচনা জেলেনস্কির জন্য কিছুটা স্বস্তির, কারণ তিনি পরে সাংবাদিকদের বলেন, ট্রাম্পের সঙ্গে তার কথা ‘ইতিবাচক’, ‘খোলামেলা’ এবং ‘অত্যন্ত ফলপ্রসূ’ হয়েছে। সূত্র: দ্য টাইমবিবিসি

বিডি প্রতিদিন/একেএ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর