শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১০:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
গৌরনদীতে রিপারিং রাস্তার মাটি কাটা কেন্দ্র করে হামলা, মডেল থানায় এজাহার দায়ের। **নেছারাবাদে বিএনপির দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুটিয়াকাঠিতে নেতাকর্মীদের ঢল** গণ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪ শিক্ষার্থী পবিত্র কোরআনের আলোকে পরিত্যাক্ত পাথর থেকে সোনা রুপাসহ মুল্যবান ধাতু আহরনে গাজন পদ্ধতির উদ্ভাবন আহছান উল্লাহর থানচিতে নতুন বাস টার্মিনাল চালু যাত্রীসেবার নতুন সম্ভাবনা। লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসনের অভিযানে মাদক সেবনে অভিযুক্ত ২ জনের কারাদণ্ড, ১ জনের বিরুদ্ধে মামলা নেছারাবাদে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল তাড়াশে প্রিমিয়ার ক্রিকেট লীগের উদ্বোধন নোয়াখালী-৪ আসনে ট্রাক প্রতীকের প্রার্থী আব্দুর জাহেরের উঠান বৈঠক অনুষ্ঠিত সন্দ্বীপের নানান সমস্যা নিয়ে উপদেষ্টা ফাওজুল কবির খানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রায় ৩১ বছর বিচারযুদ্ধের পর অবশেষে জমির দখল পেলেন শফিকুল ইসলাম

প্রতিবেদকের নাম / ৪৫ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

মোহন আলী,স্টাফ রিপোর্টার,কুষ্টিয়া ঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কাজিপুর মৌজায় প্রায় ৩১ বছরের দীর্ঘ আইনি লড়াই শেষে অবশেষে রায় কার্যকর করে নিজেদের পৈতৃক জমির দখল পেয়েছেন মৃত আফজাল মালিথার ছেলে শফিকুল ইসলাম। ৯ একর ১৩ পয়েন্ট জমি নিয়ে দীর্ঘদিন ধরে চলছিল এই মামলা, যার নম্বর ৪৬৯৪।


পারিবারিক সূত্রে জানা যায়, মামলাটির বাদী ছিলেন মৃত আফজাল মালিথা। ১৯৯৭ সালে তাঁর মৃত্যুর পর বড় ছেলে মোঃ রফিকুল ইসলাম মামলাটি পরিচালনা করে আসছিলেন। দীর্ঘ এ বিচারপ্রক্রিয়ার অবসান ঘটে গত ১৯ মার্চ ২০২৫ তারিখে আদালত রায়ে মামলাটি নিষ্পত্তি করলে এবং পরবর্তীতে ১৬ এপ্রিল ২০২৫ তারিখে কুষ্টিয়া জেলা আদালতের দৌলতপুর সহকারী জজ চৌকি আদালতের সিনিয়র সহকারি জজ মোঃ সাইফুল ইসলাম রায় ঘোষণা করেন।

রায় কার্যকর হওয়ার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে সঙ্গে নিয়ে শফিকুল ইসলাম ২২ নভেম্বর ২০২৫ তারিখে জমির দখল গ্রহণ করেন। মোট ৯ একর ১৩ পয়েন্ট জমির মধ্যে ৫ একর ১৬ শতক ৫০ পয়েন্ট জমির বাস্তব দখল পান তিনি।

দীর্ঘ এ সংগ্রামের পথে ভয়াবহ মূল্যও দিতে হয়েছে পরিবারটিকে। শফিকুল ইসলাম জানান,
“এই জমির মামলার কারণে ২০০৪ সালে আমার মেজো ভাইকে সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করে। তবুও ন্যায়ের আশায় লড়াই চালিয়ে গেছি। ভাবতাম—সত্যের জয় একদিন হবেই। আলহামদুলিল্লাহ, আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে।”

তবে জমির দখল পাওয়ার পরও নতুন আতঙ্কে দিন কাটছে শফিকুল ইসলামের পরিবারের। তিনি অভিযোগ করে বলেন,
“জমি দখলের পর থেকে বিবাদী পক্ষের ফজলু মণ্ডল (পিতা মৃত আবুল মণ্ডল), ফারুক শাহ (পিতা মৃত খলিল শাহ), রাশেদ সরদার (পিতা মৃত আফজেল সরদার) ও সাইদুল (পিতা মৃত সুভান পরামানিক) আমাদের প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। আমি ও আমার ওয়ারিশরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।”

তিনি সাংবাদিকদের মাধ্যমে আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।

দীর্ঘ ৩১ বছরের বিচারযুদ্ধ শেষে নিজের ন্যায্য জমির দখল পেলেও শফিকুল ইসলাম ও তাঁর পরিবার এখন নিরাপত্তা সংকটে। স্থানীয় জনগণও আশাবাদী—অতি দ্রুত প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর