মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ভেড়ামারা উপজেলা ইটভাটা মালিক ও শ্রমিকরা দিশেহারা তাড়াশে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল হরিনাকুন্ডুকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা চাইলেন নবাগতা উপজেলা নির্বাহী অফিসার চট্টগ্রাম জেলার সন্দ্বীপে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে সিরাত মাহফিল অনুষ্ঠিত র‌্যাব-১২ ও র‌্যাব-১৩ এর যৌথ অভিযানে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ইসরায়েলের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় কেন বন্ধ রেখেছিল যুক্তরাষ্ট্র থানচিতে খুমী লাইট হাউসে প্রাক বড়দিন উদযাপন ভেড়ামারা অস্থায়ী কার্যালয় থেকে দৈনিক লালন কণ্ঠ পত্রিকা ও জাতীয় সাপ্তাহিক অন্ধকার জগৎ পত্রিকার কার্ড বিতরণ সন্দ্বীপে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তফা কামাল পাশা সাথে পাশা সুজনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা গৌরনদীতে রিপারিং রাস্তার মাটি কাটা কেন্দ্র করে হামলা, মডেল থানায় এজাহার দায়ের।

থানচিতে বিএনকেএস আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।

রেমবো ত্রিপুরা / ৬৩ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

থানচি (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের থানচি উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা বিএনকেএস-এর উদ্যোগে, মানুষের জন্য ফাউন্ডেশন-এর সহযোগিতায় এবং ইউরোপীয় ইউনিয়ন-এর অর্থায়নে পিআরএলসি প্রকল্পের আওতায় একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (৯ নভেম্বর) দুপুরে থানচি উপজেলার দুর্গম রেমাক্রি বাজার প্রাঙ্গণে এই ক্যাম্পের উদ্বোধন করা হয়। মেডিকেল ক্যাম্পে উপজেলার রেমাক্রি দুর্গম এলাকার শতাধিক নারী, পুরুষ ও শিশুরা বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সীভিল সার্জন ডাঃ শাহীন হোসাইন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডেপুটি সীভিল সার্জন ডাঃ দিলীপ কুমার দেবনাথ, বান্দরবান সদর হাসপাতাল আরএমও ডাঃ দিলীপ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ওয়াহিদুজ্জামান মুরাদ, আলিকদম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হানিফ ও লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা নাদিম প্রমুখ।

 

এছাড়া বিএনকেএস-পিআরএলসি প্রকল্পের ফোকাল পার্সন ও প্যারামেডিক উবাথোয়াই মারমা, অর্গানাইজার ঙুইচ্যুং ম্রো, সাঅংচিং মারমা, অংসাথুই মারমা ও সিএনএইচপি উশৈসিং মারমা।

 

এসময় বক্তারা বলেন, পাহাড়ি অঞ্চলের দূরবর্তী এলাকায় স্বাস্থ্যসেবার সুযোগ কম থাকায় এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে।

 

বিএনকেএস-এর কর্মকর্তারা জানান, মানুষের জন্য ফাউন্ডেশন সহযোগীতায়, ইউরোপীয় ইউনিয়ন-এর অর্থায়নে, পিআরএলসি প্রকল্পের মাধ্যমে স্বাস্থ্যসেবার পাশাপাশি সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে। যাতে দুর্গম এলাকার মানুষও প্রাথমিক স্বাস্থ্যসেবার আওতায় আসতে পারে।

 

দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে সাধারণ রোগ নির্ণয়, রক্তচাপ, ডায়াবেটিস, প্রসূতি ও শিশুস্বাস্থ্য বিষয়ক পরামর্শসহ বিনামূল্যে ওষুধ বিতরণসহ মা দলকে বারোমাসিক সবজি বীজ ও মুরগির বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর