তাড়াশে সুফলভোগী পুকুরের জাল দলিল তৈরী ও মাছ ধরার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ
নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে সরাপপুর মোংলাগাড়ী সুফলভোগী পুকুরের জাল দলিল তৈরী ও রাতের আধারে মাছ ধরে নেয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মাধাইনগর ইউনিয়নের কৃষ্ণাদীঘি বাজারে ওই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করে ওই পুকুরের সুফলভোগী নারী- পুরুষ সদস্যরা।
ওয়ার্ড বিএনপির সভাপতি আছাব আলীর সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, সুফলভোগী সদস্য সাইদুর রহমান, চায়না খাতুন, হেলেনা খাতুন ও অর্জুন কুমার। এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখে, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক রুহুল আমীন, সাবেক ছাত্রনেতা মো. রাশিদুল ইসলাম রাসু প্রমুখ।
এ সময় বক্তরা বলেন, সরাপপুর গ্রামের বাসিন্দা আলামিন, আবুল কালাম ও আশরাফ আলী ঘাটু ওই এলাকার ভূমি দস্যুদের সাথে আতাত করে সরাপপুর মোংলাগাড়ী সুফলভোগী পুকুরের জাল দলিল তৈরী করে। পরে গত মঙ্গলবার রাতের অন্ধকারে তারা ওই পুকুরের মাছ ধরে নেয়। এতে ওই পুকুরের সুফলভোগীদের প্রায় ১৩ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে সমাবেশে সুফলভোগীরা জানান। অন্যায় ভাবে মাছ ধরে নেয়ায় অপরাধিদের সুবিচার দাবী করেন এলাকাবাসী ও সুফলভোগীরা।








