তাড়াশে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রবি ফসলের প্রণোদনা বিতরণ
নিজস্ব প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় কৃষি প্রণোদনার আওতায় রবি মৌসুমে গম,সরিষা, সূর্যমূখী, শীত পেঁয়াজ, মসুর, খেসারী, অরহর ফলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা কৃষি কার্যালয় প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান।
উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা হযরত আলী, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা গোলাম মোস্তফা, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদ, সহ-সভাপতি রফিকুল ইসলাম, রির্পোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বারিক খন্দকার প্রমূখ ।
অনুষ্ঠানে ইউএনও নুসরাত জাহান বলেন, “আপনাদের সার নিয়ে দুঃশ্চিন্তার কোন কারণ নেই। রবি মৌসুমে সারের কোন প্রকার সংকট হবে না। আপনারা অযথা গুজবে কান দিবেন না। আপনারা যে বীজ ও সার বিনামূল্যে পেয়েছেন, তা সঠিক ভাবে চাষের কাজে লাগিয়ে রবি মৌসুমে গম,সরিষা, সূর্যমূখী, শীত পেঁয়াজ, মসুর, খেসারী, অরহর ফলের উৎপাদন বাড়াবেন। এতে নিজেরাও লাভবান হবেন, উপজেলাও কৃষি উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে।”
উল্লেখ্য, ওই প্রণোদনার আওতায় উপজেলার ৯ হাজার ৮২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হবে।








